SBI Scholarship 2023 : এখনো যদি আবেদন না করে থাকেন, তাহলে তাড়াতাড়ি আবেদন করুন
এস বি আই এফ স্কলারশিপ এর জন্য এখনো আবেদন করেননি? তাহলে উচ্চশিক্ষার জন্য এখনই এই স্কলারশিপ এ আবেদন করুন। কিছুদিন আগেই শেষ হয়েছে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু বর্তমানে এমন অনেক মেধাবীছাত্র-ছাত্রীরা রয়েছে যারা আর্থিক সমস্যার জন্য কোন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না। তাই সেই সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য এই স্কলারশিপ। স্কলারশিপ এ আবেদন করলে আপনি পাবেন বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত।SBI Scholarship 2023
এস বি আই এফ স্কলারশিপ , এই স্কলারশিপ টি, আয়োজন করা হয়ে থাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বা এসবিআই ব্যাঙ্ক থেকে। এই স্কলারশিপে আবেদন করার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। চলুন জানা যাক এই স্কলারশিপ এ আবেদন করতে হলে কোন কোন শর্ত মানতে হবে। SBI Scholarship 2023
এস বি আই এফ স্কলারশিপ এ আবেদন করতে গেলে কি কি যোগ্যতা লাগবে?
আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর পেয়ে পাস করতে হবে।
ভারতের যেকোনো এন আই আর এফ অনুমোদিত বিশ্ববিদ্যালয় আই আই টি, আই আই এম এবং পি এইচ ডি কোর্স এ পাঠরত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় তিন লক্ষ টাকার কম হতে হবে।SBI Scholarship 2023
এই স্কলারশিপে আবেদন করলে কত টাকা দেওয়া হবে?
আই আই টি কোর্স এ পাঠরত ছাত্রছাত্রীরা বছরে ৩,৪০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে।
আই আই এম কোর্স এর ছাত্র-ছাত্রী রা বছরে৫,০০, ০০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ পাবে।
এবং পি এইচ ডি কোর্স এর ছাত্র-ছাত্রীদের বছরে ২,০০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হবে।
এই স্কলারশিপ এ আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:
পূর্ববর্তী পরীক্ষার শিক্ষাগত মার্কশিট ও সার্টিফিকেট।
আধার কার্ড।
পারিবারিক বার্ষিক আয় এর শংসাপত্র।
কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন কপি।
ব্যাংক একাউন্ট।
সম্প্রতি তোলা একটি পাসপোর্ট সাইজ ফটো।
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆