2023 এবছর মাধ্যমিক উচ্চমাধ্যমিক সবাই কি পাশ করবে? Madhyamik, hs All students pass?
Author -
personACS BANGLA | এ সি এস বাংলা
৩:৩৫ PM
1
share
2023 এবছর মাধ্যমিক উচ্চমাধ্যমিক সবাই কি পাশ করবে? Madhyamik, hs All students pass? Wbhse | News ACS BANGLA
বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শেষ হলো। তবে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার পরও তাদের মধ্যে একটা চিন্তা কাজ করে মাধ্যমে পরীক্ষায় পাশ করতে পারবে তো? এক শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মধ্যে দেখা যায় পাশ করা কোন ব্যাপার নয়। আবার আরেক শ্রেণীর মধ্যে পাস করা নিয়ে থাকে প্রচুর দুশ্চিন্তা।
তবে এ বছর ২০২৩ সাল পাস করা নিয়ে কি নিয়ম রয়েছে? সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে সভাপতি জানান এ বছর প্রশ্নপত্র খুবই সহজ করা হয়েছে কারণ এবছর পরীক্ষার্থীরা প্রথম বোর্ডের পরীক্ষা দিয়েছে। অর্থাৎ ছাত্র-ছাত্রীদের প্রতি সহানুভূতিশীল মনোভাব লক্ষ্য করা যায়।
সূত্রের খবরে আরো জানা গিয়েছে খাতা দেখা নিয়ে বিশেষ কোনো নির্দেশিকা দেওয়ার দরকার নেই জানিয়েছে সংসদ। তবে সকলেই কি পাশ করবে এ বিষয়ে তিনি কিছু জানাননি এখনো পর্যন্ত। তবে পরীক্ষার খাতা দেখা হবে সহানুভূতি সঙ্গে। অন্যদিকে মাধ্যমিকের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে গেলে নাম্বার পেতে হবে ২৫ প্রতিটি পরীক্ষায়। তার মধ্যে লেখা পরীক্ষায় ১৫ পেলেই হয়ে যাবে পাস।
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিষয়টি একটু আলাদা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করতে হলে লিখিত পরীক্ষার ছাত্র-ছাত্রীদের ২৪ পেতে হবে।
তবে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের সকলকে যে পাশ করানো হবে এখনো পর্যন্ত এমন কোন সিদ্ধান্তে উপনীত হয়নি সংসদ বা পর্ষদ। তবে মুখ্যমন্ত্রীর কথাই তার ইঙ্গিত মিলে মুখ্যমন্ত্রী জানান কোন পরীক্ষা খারাপ হলে আমরা দেখে নেব মুখ্যমন্ত্রীর এই কথায় অধিকাংশই ছাত্রছাত্রী খুবই খুশি। তাই সকলেই পাশ করবে কিনা তা সময় বলবে।
NEWS ACS BANGLA স্কুল-কলেজে এর সমস্ত খবরের আপডেট পাওয়ার জন্য ওয়েবসাইটের নিচের দিকে টেলিগ্রাম বাটনটিতে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের জয়েন থাকতে পারো।
"ACSBangla.com: পশ্চিমবঙ্গের স্কুল-কলেজের খবর, বৃত্তি, চাকরি সংক্রান্ত আপডেট, মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন। এছাড়াও এখানে পাবেন পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পের খবর, গুরুত্বপূর্ণ তথ্য ও বাংলার সর্বশেষ সংবাদ। ছাত্রছাত্রীদের জন্য উপযোগী সাজেশন ও চাকরিপ্রার্থীদের জন্য নিয়মিত আপডেট সহ আরও অনেক কিছু জানতে ভিজিট করুন ACSBangla.com। পশ্চিমবঙ্গের শিক্ষা, চাকরি ও প্রজেক্ট সংক্রান্ত আপডেট পেতে থাকুন আমাদের সাথে।"
"ACSBangla.com: Get updates on West Bengal school and college news, scholarships, jobs, and exam suggestions for Madhyamik and HS. Also, find information on new projects, important news, and the latest updates from Bengal. Visit ACSBangla.com for student-friendly suggestions and regular updates for job seekers. Stay tuned for updates on education, jobs, and projects in West Bengal."
@EnjoyExam @NewsAcsBangla
Thank you
উত্তরমুছুন