ACS BANGLA | এ সি এস বাংলা
মাধ্যমিক উচ্চমাধ্যমিক 2023 টেস্ট পরীক্ষায় কি পাস করিয়ে দেবে?Hs exam 2023| madhyamik exam 2023

মাধ্যমিক উচ্চমাধ্যমিক 2023 টেস্ট পরীক্ষায় কি পাস করিয়ে দেবে?Hs exam 2023| madhyamik exam 2023

0

মাধ্যমিক উচ্চমাধ্যমিক 2023 টেস্ট পরীক্ষায় কি পাস করিয়ে দেবে?Hs exam 2023| madhyamik exam 2023


নিজস্ব সংবাদদাতা: এসিএস বাংলা নিউসডেস্ক:
এ বছর ২০২৩ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের টেস্ট পরীক্ষায় কি পাস করিয়ে দেবে সরকার কি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে এ বছর ছাত্র-ছাত্রীদের নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য ।

সেদিন মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে জানান তিনি ক্ষমতায় আসার পর থেকে অনেক ছাত্রছাত্রীরা ভালো নাম্বার পাচ্ছে কিন্তু আগে নাম্বারে দিত না। তিনি অন্যান্য বোর্ডের প্রসঙ্গ এনেও জানিয়েছেন যে সিবিএসসি বোর্ডের ছাত্রছাত্রীরা পরীক্ষায় ৯৮ - ৯৯ পর্যন্ত নাম্বার পাই।
তাহলে আমাদের বোর্ডের ছেলেরা কেন পাবে না। অন্যান্য বোর্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় কেন পিছিয়ে থাকবে। সেই জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য।


🔴তাহলে কি এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের টেস্ট পরীক্ষায় পাস করিয়ে দেবে এবং উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় প্রচুর নাম্বারভাবে কি সবাই পাবে?

👉মুখ্যমন্ত্রীর কথা থেকে এটা স্পষ্ট যে নাম্বার সবাইকে দেওয়া হবে কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না স্কুলের স্যার থেকে শুরু করে সমস্ত স্যাররাই চাই নাম্বার দেওয়ার জন্য এখন নাম্বার পাওয়া কোন ব্যাপারই নয় ।

কিন্তু সাবধান নাম্বার বেশি দেবে বলে পড়াশোনা করব না এইরকম মনোভাব যেন তোমাদের মধ্যে না আসে। তিনি কিছুদিন আগেই স্মার্টফোন দিয়েছেন সকল ছাত্র-ছাত্রীদেরকে স্মার্টফোন ে সাহায্যে গেম বা অন্যান্য ব্যবহারের জন্য নয়, শুধুমাত্র পড়াশোনার জন্য তিনি বলেছেন এখন স্মার্টফোনে যা সার্চ করবে তাই পাবে অর্থাৎ পড়াশোনার সমস্ত কিছু এখন স্মার্টফোনে যেমন আমাদের ইউটিউব চ্যানেল এনজয় এক্সাম এছাড়াও আমাদের অফিসিয়াল ওয়েবসাইট  www.acsbangla.com এখানে সমস্ত শ্রেণীর অংক সঠিকভাবে সমাধান করে দেওয়া হয়েছে। যাতে বিনামূল্যে অংক বিষয়ে তোমাদের কোন সমস্যা না হয়। 

অর্থাৎ এখন গুগল বা ইউটিউবে যাই সার্চ করো না কেন পড়াশোনার রিলেটেড সমস্ত কিছুই পেয়ে যাবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মোবাইলটাকে পড়াশোনার কাজে লাগানো জন্য বলেছে। 

🔴 তাহলে নাম্বার যখন বেশি পাবে তাহলে পড়ে কি হবে?
এইরকম প্রশ্ন তোমাদের মনের মধ্যে আসতে পারে কিন্তু সাবধান তোমরা একটা কথা ভেবে দেখো পরীক্ষার খাতায় তোমরা যদি কিছু না লিখে আসো। তাহলে তোমাদেরকে পাস কিভাবে করাবে? আগেই বলেছি শিক্ষক শিক্ষিকারা নাম্বার দেওয়ার জন্য বসে রয়েছে তোমাদেরকে নাম্বার দিতে চাই। সেই সিচুয়েশনটা তোমাদেরকে করতে হবে। অর্থাৎ তোমাদেরকে আরো ভালো করে পড়তে হবে তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে এবং এখন ৯০ থেকে ১০০ পাওয়া কোন ব্যাপারই নয়। তাই তোমরা যারা ভেবেছো না পরে পাশ করব সেই আশা ত্যাগ করো। 


তাই টেস্ট পরীক্ষায় পাশ করাটা তোমাদের নিজেদের উপরে নির্ভর করবে। তবে তার জন্য চিন্তা করার কিছু নেই এখন ছোট প্রশ্ন বেশি পরিমাণে রয়েছে ওই প্রশ্নগুলো করতে পারলেও তোমরা পাশ করে যাবে।আশা করি তোমরা বুঝতে পেরেছ । পরীক্ষার জন্য প্রস্তুতি আরো ভালো করে নাও। 

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করো

সমস্ত আপডেট টেলিগ্রাম এ পাওয়ার জন্য ওয়েবসাইটের বাঁদিকে telegram icon এ ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆

একটি মন্তব্য পোস্ট করুন (0)
"ACSBangla.com: পশ্চিমবঙ্গের স্কুল-কলেজের খবর, বৃত্তি, চাকরি সংক্রান্ত আপডেট, মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন। এছাড়াও এখানে পাবেন পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পের খবর, গুরুত্বপূর্ণ তথ্য ও বাংলার সর্বশেষ সংবাদ। ছাত্রছাত্রীদের জন্য উপযোগী সাজেশন ও চাকরিপ্রার্থীদের জন্য নিয়মিত আপডেট সহ আরও অনেক কিছু জানতে ভিজিট করুন ACSBangla.com। পশ্চিমবঙ্গের শিক্ষা, চাকরি ও প্রজেক্ট সংক্রান্ত আপডেট পেতে থাকুন আমাদের সাথে।" "ACSBangla.com: Get updates on West Bengal school and college news, scholarships, jobs, and exam suggestions for Madhyamik and HS. Also, find information on new projects, important news, and the latest updates from Bengal. Visit ACSBangla.com for student-friendly suggestions and regular updates for job seekers. Stay tuned for updates on education, jobs, and projects in West Bengal." @EnjoyExam @NewsAcsBangla

🔍 সাজেশন, প্রশ্ন বা নোট খুঁজতে এখানে সার্চ করুন:

👉 উদাহরণ: "Class 10 Geography Suggestion 2026", "Class 11 EVS Notes", "2025 Madhyamik Question Paper"