ACS BANGLA | এ সি এস বাংলা
YouTube
সব খবরের আপডেট এতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আবেদন করুন ফ্রি সেলাই মেশিন যোজনা। প্রধানমন্ত্রী দিচ্ছে ফ্রিতে সেলাই মেশিন। PM Free Sewing machine -2022

আবেদন করুন ফ্রি সেলাই মেশিন যোজনা। প্রধানমন্ত্রী দিচ্ছে ফ্রিতে সেলাই মেশিন। PM Free Sewing machine -2022

Raja Paramanik
2 minute read
0





নানা দিক থেকে নারীরা এগিয়ে গেলও আমাদের সমাজের গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর মহিলারা জীবিকা নির্বাহের জন্য তারা স্বামীর উপর নির্ভরশীল হয়ে থাকে। বর্তমানে আমাদের সমাজে নারীরাও পুরুষদের থেকে অনেকটাই এগিয়ে এসেছে। তাই এইসব নারীকে আর একটু সাবলম্বী হয়ে ওঠার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পটির নাম হলো ফ্রি সেলাই মেশিন যোজনা( PM Free Sewing Machine Yojana)। 





এই প্রকল্পের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হয়ে ওঠা সাহস পাবে। এবং নারী সমাজকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে সাহায্য করবে। ভারতে কোন কোন অঞ্চলে সেলাই মেশিন অত্যন্ত জনপ্রিয়। বেশিরভাগ মহিলারাই জীবিকা নির্বাহের জন্য বেছে নিয়েছেন সেলাই মেশিন বা জামা কাপড় সেলাই করা। আর সেই সব মহিলাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন ৫০.০০০ মহিলাকে কেন্দ্র সরকারের তরফ থেকে ফ্রিতে সেলাই মেশিন দেওয়া হবে। 





তিনি আরো বলেন যে শুধুমাত্র গ্রামাঞ্চলের মহিলারা নয় শহরাঞ্চলের মহিলারাও আবেদন করতে পারবে এই প্রকল্পটি। রাজস্থান, কর্ণাটক, ছত্রিশগড়, বিহার, গুজরাট ,মহারাষ্ট্র ,উত্তর প্রদেশ, এই রাজ্যগুলিতে ফ্রিতে সেলাই মেশিন প্রকল্প চালু করা হয়েছে এবং পশ্চিমবঙ্গে চালু হয়েছে, আপনারা ফ্রিতে আবেদন করতে পারবেন। কি প্রকল্পটি কিভাবে আবেদন করবেন কি কি লাগবে সবকিছু জেনে নেবেন আজকে এই প্রতিবেদনের মাধ্যমে।


 আবশ্যিক যোগ্যতা- 
১) যে সকল মহিলা এই প্রকল্পটি আবেদন করবেন তাদের বয়স ২০ থেকে ৪০ বছর হতে হবে।
২) যিনি আবেদন করবেন তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী গ্রাম বাসিন্দা হতে হবে।
৩) মহিলার পরিবারের বাৎসরিক ইনকাম ১২০০০ হাজার টাকার চেয়ে কম হতে হবে।
৪) বিধবা মহিলারাও এই প্রকল্পটি আবেদন করতে পারবেন।


প্রয়োজনীয় ডকুমেন্ট-
১) পরিবারে বাৎসরিক ইনকাম সার্টিফিকেট।
২) জন্মপত্র পরিচয়।
৩) আধার কার্ড এর জেরক্স।
৪) যদি আবেদনকারী প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে প্রতিবন্ধী সার্টিফিকেট।
৫) পাসপোর্ট ফটো।
৬) আবেদনকারী বিধবা হয়ে থাকলে তার স্বামীর ডেট সার্টিফিকেট।
৭) জাতিগত সংশয় পত্র।
৮) বৈধ্য মোবাইল নাম্বার।


আবেদন পদ্ধতি-
এই প্রকল্পটি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। (অফিসিয়াল ওয়েবসাইটটি নিচে দেওয়া আছে দেখে নেবেন)। তারপর ওই ওয়েবসাইটে ঢুকে দেখবেন Free Silai Machine Yojana 2022 এই লিংকটিতে ঢুকিয়ে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর ফোনটি সঠিকভাবে পূরণ করে নিতে হবে। পূরণ হয়ে যাবার পর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি একসাথে মুক্ত করে নিতে হবে। তারপর সংশ্লিষ্ট অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। জমা দিয়ে আসার পর কর্তৃপক্ষ ফর্মটি দেখার পর, তারপর ফ্রিতে সেলাই মেশিন দেওয়া হবে।

Official Website - www.india.gov.in


এরকম গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন তথ্য ও সবার আগে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও।



   Written by Raja Paramanik.

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆

একটি মন্তব্য পোস্ট করুন (0)
"ACSBangla.com: পশ্চিমবঙ্গের স্কুল-কলেজের খবর, বৃত্তি, চাকরি সংক্রান্ত আপডেট, মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন। এছাড়াও এখানে পাবেন পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পের খবর, গুরুত্বপূর্ণ তথ্য ও বাংলার সর্বশেষ সংবাদ। ছাত্রছাত্রীদের জন্য উপযোগী সাজেশন ও চাকরিপ্রার্থীদের জন্য নিয়মিত আপডেট সহ আরও অনেক কিছু জানতে ভিজিট করুন ACSBangla.com। পশ্চিমবঙ্গের শিক্ষা, চাকরি ও প্রজেক্ট সংক্রান্ত আপডেট পেতে থাকুন আমাদের সাথে।" "ACSBangla.com: Get updates on West Bengal school and college news, scholarships, jobs, and exam suggestions for Madhyamik and HS. Also, find information on new projects, important news, and the latest updates from Bengal. Visit ACSBangla.com for student-friendly suggestions and regular updates for job seekers. Stay tuned for updates on education, jobs, and projects in West Bengal." @EnjoyExam @NewsAcsBangla
CHP Adblock Icon

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock