প্রধানমন্ত্রী আবাস যোজনা-২০২২
ভারতের পিছিয়ে পড়া গরিব মানুষ এবং দিন আনে দিন খায় গরিব সম্প্রদায় মানুষদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর বলে একটি প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পটি মূলত সাধারণ মানুষদের জন্য । যাদের মাথার উপর ছাদ নেই যারা মাটির বাড়িতে বসবাস করে তাদের জন্য। এরই মধ্যে ২০২২ সালে গরিব নাগরিকদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা পাকা বাড়ি নির্মাণের জন্য অনুদান প্রদান করা শুরু হয়ে গেছে। পাকা বাড়ি পাওয়ার জন্য নাগরিকদের নানা ডকুমেন্ট জমা করতে হয় যার ফলে কেন্দ্র সরকার দেখে কারা বাড়ি পাবে আর কারা পাবে না। আপনি কি প্রধানমন্ত্রী আবাস যোজনা পাকা বাড়ির জন্য আবেদন করেছেন তাহলে এক্ষুনি দেখুন কিভাবে পাবেন পাকা বাড়ি।
সব থেকে গুরুত্বপূর্ণ হলো রেশন কার্ড । রেশন কার্ডের উপর ভিত্তি করে করে দেখা হয় কারা পাকা বাড়ি অনুদান পাবেন আর কারা পাবেন না। দেখে নিন কোন রেশন কার্ডের মাধ্যমে কারা বাড়ি নির্মাণের জন্য টাকা পেতে চলেছেন।
বর্তমানে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প টিকে, আবাস প্লাস যোজনা নামে উল্লেখ করা হয়েছে। এই আবাস প্লাস যোজনা প্রকল্প টি তে দারুন মানুষের বাড়ি নির্মাণে টাকা দেওয়ার পাশাপাশি বাথরুম তৈরি করার টাকাও দিয়ে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের বাড়ি তৈরি নির্মাণের জন্য প্রধানমন্ত্রী ১,২০,০০০ টাকা করে প্রদান করছেন।
প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা ক্ষেত্রে কিছু শর্ত:-
১) আপনার মাটির বাড়ি থাকতে হবে পাকা বাড়ি থাকলে হবে না।
2) আবেদনকারীকে পিছিয়ে, পড়া দিন আনে দিন খায় শ্রেণীর মানুষ হতে হবে।
৩) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের ১০ বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৪) পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরিতে যুক্ত থাকে তাহলে তাদের ঘর দেওয়া হবে না।
প্রয়োজনীয় ডকুমেন্ট-
১) ব্যাংকের পাস বইয়ের জেরক্স।
২) আধার কার্ডের জেরক্স।
৩) ভোটের কার্ডের জেরক্স।
৪) রেশন কার্ডের জেরক্স।
৫) পাসপোর্ট সাইজের ফটো।
এরপর চলে যাওয়া যাক রেশন কার্ডে। নির্ভর করবে আপনার কোন রেশন কার্ড আছে। আপনি কোন রেশন কার্ডের মাধ্যমে পেয়ে যেতে চলেছেন বাড়ি নির্মাণের টাকা। চলুন তবে দেখে নেওয়া যাক কোন কার্ডের মাধ্যমে পেয়ে যেতে চলেছেন বাড়ি নির্মাণের টাকা।
১) AAY বা অন্ত্যোদয় অন্নযোজনা:- এই কার্ডটি বিপিএল ক্যাটাগরির অন্তর্ভুক্ত। যে সকল আবেদনকারীদের AAY রেশন কার্ড রয়েছে তারা সর্বপ্রথম ঘর নির্মাণের টাকা পেতে চলেছে। আপনার যদি এই কার্ড হয়ে থাকে তাহলে আপনিও পেতে চলেছেন ঘরের নির্মাণের টাকা।
২) SPHH বা স্টেট প্রায়োরিটি রেশন কার্ড:- এই কার্ডটিও বিপিএল ক্যাটাগরির অন্তর্ভুক্ত। যে সকল আবেদনকারীদের SPHH কাদের রয়েছে তারাও ঘর নির্মাণের টাকা পেতে চলেছেন। এক্ষেত্রে যে সকল আবেদনকারীদের AAY রেশন কার্ড টি রয়েছে তারা আগে পাবে বাড়ি নির্মাণের টাকা তারপর যে সকল আবেদনকারী দের SPHH রেশন কার্ড রয়েছে তারা পাবে বাড়ি নির্মাণের টাকা।
৩) PHH বা প্রায়োরিটি হাউস হোল্ড:- এই কার্ডটিও বিপিএল তালিকায় অন্তর্ভুক্ত। যাদের PHH রেশন কার্ডটি রয়েছে এবং আবেদন করেছেন তারাও বাড়ি নির্মাণের টাকা পেয়ে যেতে চলেছেন।
৪) RKSY-I বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা:- রাজ্য সরকারের অধীনস্থ হলেও এই কার্ডটি বিপিএল কার্ডে অন্তর্ভুক্ত। RKSY -I রেশন কার্ড টি যাদের রয়েছে তারাও প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা প্রকল্পটিতে আবেদন করতে পারবেন। কিন্তু বাড়ি নির্মাণের টাকা পাওয়ার সম্ভাবনা কম।
৫) RKSY-II বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা:- রাজ্য সরকারের অধীনস্থ হলেও এই কার্ডটি APL কার্ডে অন্তর্ভুক্ত। RKSY-II কার্ডটি থাকলেও তারাও আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা প্রকল্পটিতে। কিন্তু বাড়ি নির্মাণের টাকা পাওয়ার সম্ভাবনা কম।
এরকম গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন তথ্য ও সবার আগে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও।
Written by Raja Paramanik.
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆