আপনি কি স্কলারশিপের জন্য আবেদন করতে চান? তাহলে এক্ষুনি আবেদন করুন ন্যাশনাল স্কলারশিপ এর জন্য।
ন্যাশনাল স্কলার্শিপ , এই স্কলারশিপ টি যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের পরীক্ষা দিয়েছেন সেই সব ছাত্রছাত্রীদের জন্য। আপনি যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের পরীক্ষায় পাশ করে থাকেন তাহলে আপনি এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন।
এই ন্যাশনাল স্কলারশিপ টি শিক্ষার্থীদের দুইভাবে দেওয়া হয়ে থাকে।
🛑 প্রি ম্যাট্রিক স্কলারশিপ
শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় পাশ করা ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন।
🛑 পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ
উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্র-ছাত্রীরা, স্নাতক স্তরে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন প্রফেশনাল এবং টেকনিক্যাল কোর্স এ পাঠরত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
🛑 এই স্কলারশিপ এ আবেদনের জন্য আবেদনকারী কে অবশ্যই তপশিলি জাতি এবং উপজাতি ভুক্ত হতে হবে তবেই তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
এক্ষুনি আবেদন করুন ন্যাশনাল স্কলারশিপ | National Scholarship 2022-23 | nsp
এই স্কলারশিপ এ আবেদনের জন্য কি কি লাগবে?
🛑 পরীক্ষার মার্কশীট
🛑 আধার কার্ড
🛑 জাতিগত শংসাপত্র
🛑 ব্যাংক অ্যাকাউন্ট এর পাস বইয়ের প্রথম পাতার জেরক্স
🛑 বয়সের শংসাপত্র
🛑 স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট
🛑 পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র
🛑 পরবর্তী কোর্সে ভর্তি হওয়ার রশিদ
🛑 পাসপোর্ট সাইজ ফটো
কিভাবে আবেদন করবেন?
এই স্কলারশিপ এ আবেদনের জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে
আবেদনের জন্য আপনাকে প্রথমে ন্যাশনাল স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইট। https://scholarships.gov.in/fresh/newstdRegfrmInstruction
যেতে হবে এবং এখান থেকে আবেদন করতে পারবেন।
এছাড়াও যেকোনো সাইবার ক্যাফেতে গিয়েও আবেদন করা যাবে।
🛑 আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট।
২. বাসিন্দা সার্টিফিকেট।
৩. বয়সের শংসাপত্র।
৪. পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
৫. জাতিগত শংসাপত্র।
৬. আধার কার্ড।
৭. ব্যাংক অ্যাকাউন্টের পাস বইয়ের প্রথম পৃষ্ঠার প্রতিলিপি।
৮. পাসপোর্ট সাইজের ছবি।
৯. নতুন কোর্সে ভর্তির রশিদ।
🛑শেষ তারিখ আবেদনের
আবেদনের প্রক্রিয়া এখনো চলছে, এই স্কলারশিপের শেষ তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
আশা করি তথ্য টি আপনাদের উপকারে আসবে।
এক্ষুনি আবেদন করুন ন্যাশনাল স্কলারশিপ | National Scholarship 2022-23 | nsp
✍️Soma Karmakar
Content creator
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆