সরকার ছাত্রছাত্রীদের জন্য এনে দিয়েছে একটি দারুণ স্কলারশিপ। যে সকল ছাত্র-ছাত্রী আর্থিক অবস্থার জন্য পড়াশোনায় এগিয়ে নিয়ে যেতে পারছে না তাদের জন্য এই স্কলারশিপ টি দারুন স্কলারশিপ। সকল ছাত্র-ছাত্রী যদি এই স্কলারশিপ পেয়ে থাকে তাহলে তাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারবে, সেই জন্য এই স্কলারশিপ পশ্চিমবঙ্গের তরফ থেকে প্রদান করা হচ্ছে। এই স্কলারশিপটির নাম হল জি.পি. বিরলা স্কলারর্শিপ।(G. P. Birla Educational Foundation)। কিভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন সবকিছু জেনে নিন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।
আবসিক যোগ্যতা-
🛑 যে সকল শিক্ষার্থী এই স্কলারশিপ টি আবেদন করবে তাদেরকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
🛑 যে সকল শিক্ষার্থী উচ্চমাধ্যমিকে ৮৫ % নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং যে সকল শিক্ষার্থী মাধ্যমিকে ৯০% নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং Arts, Science, Architecture, Law,Engineering, commerce নিয়ে পড়ছেন কিংবা স্নাতক স্তরে যেকোন স্কোর নিয়ে পড়াশোনা করছেন তারাই এই স্কলারশিপ টি পাবেন।
🛑 যেসব শিক্ষার্থী এই স্কলারশিপ টি আবেদন করবে তাদের পারিবারিক বাৎসরিক আয় তিন লক্ষ, এর কম হতে হবে তবে আবেদন করতে পারবে।
আবেদন পদ্ধতি- এই স্কলারশিপ টি অনলাইনেও আবেদন করতে পারবেন, আবার অফলাইনেও আবেদন করতে পারবেন।
টাকার পরিমান- জি. পি. বিরলা এডুকেশনাল ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীরদেরকে কোর্স ফ্রী ও হোস্টেল ফ্রি সমেত প্রতিবছর ৫০,০০০ টাকা করে দেবে। শিক্ষার্থীদের কে বই কেনার জন্য প্রথম বছর ৭০০০ টাকা করে দেওয়া হবে। এই স্কলারশিপ টি মাত্র চার বছর পাবেন।
অনলাইনে আবেদন পদ্ধতি-
🔷 প্রথমে জি.পি. বিরলা স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক নিচে দেওয়া আছে দেখে নেবেন।
🔷 তারপর এপ্লিকেশন অপশন বলে একটি অপশন আসবে সেটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরই আপনার সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর অনলাইন এপ্লিকেশন এর অংশে Please click here to apply ক্লিক করতে হবে।
🔷 তারপর আবেদন করার জন্য একটি ফ্রম আসবে। সেই ফর্মটিতে আপনার সঠিক তথ্য বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার আবেদন পত্রটি সম্পন্ন হবে।
অফলাইনের আবেদন পদ্ধতি-
♦️ প্রথমে জি.পি. বিরলা স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে । অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া আছে দেখে নিবেন।
♦️ তারপর এপ্লিকেশন বলে একটি অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে।
♦️ তারপর অফলাইন অ্যাপ্লিকেশনের অংশ ডাউনলোড বলে একটি অপশন আসবে সিটিতে ক্লিক করে ফর্মটি প্রিন্ট আউট করে বার করে নিতে হবে।
♦️ সঠিক ভাবে ফর্মটি পূরণ করে নিতে হবে।
♦️ পূরণ হয়ে যাবার পর প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে একসাথে যুক্ত করে একটি খামে ভরে পোস্টের মাধ্যমে সঠিক ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) পাসপোর্ট সাইজের রঙিন ফটো।
২) নতুন কোর্সের ভর্তির রশিদ।
৩) উচ্চ মাধ্যমিক পাশের মার্কশীট।
৪) আবেদনকারী পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট।
অফলাইনে পাঠানোর ঠিকানা-
GP Birla Educational Foundation
78, Syed Amir Ali Avenue
Kolkata – 700019
78, Syed Amir Ali Avenue
Kolkata – 700019
Landmark- Calcutta Ice Skating Rink.
নির্বাচন পদ্ধতি- যে সকল ছাত্র-ছাত্রী এই স্কলারশিপ কে আবেদন করবে তাদের আবেদনপত্র গুলি জি.পি. বিরলা ট্রাস্টের মেম্বাররা এটি চেক করে দেখবেন তারপর নির্ধারিত ছাত্রছাত্রীদেরকে ইন্টারভিউ জন্য ডাকা হবে। এবং যে সকল ছাত্র-ছাত্রী ইন্টারভিউতে পাশ করবে তারাই এই স্কলারশিপ পেয়ে থাকবে।
আবেদনের শেষ তারিখ - ৩১ শে আগষ্ট ২০২২ পর্যন্ত এই কলারশিপ টি আবেদন চলবে।
এরকম গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন তথ্য ও সবার আগে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও।
Written by Raja Paramanik.
Official Website : Click Here
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆