ফেয়ার অ্যান্ড লাভলি স্কলারশিপে আবেদন করলেই পেয়ে যাবেন ৫০,০০০হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ:
যে সমস্ত পড়ুয়ারা মেধাবী হওয়ার সত্বেও অর্থনৈতিক দুরবস্থার কারণে তারা আর উচ্চশিক্ষায় এগিয়ে যেতে পারে না। সেই সমস্ত পড়ুয়ারা যাতে অর্থনৈতিক সমস্যা কাটিয়ে উচ্চশিক্ষায় এগিয়ে যেতে পারে, তার জন্য সরকার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের স্কলারশিপ্ প্রদান করা হয়ে থাকে।
এমনই একটি স্কলারশিপ হলো ফেয়ার অ্যান্ড লাভলি স্কলারশিপ। যদিও এই Fair & Lovely বর্তমানে Glow & Lovely নামে পরিচিত। তবুও এটি Fair & Lovely scholarship নামেই পড়ুয়াদের প্রদান করা হয়ে থাকে। প্রসঙ্গত উল্লেখ্য, যে এই স্কলারশিপটি শুধুমাত্র মেধাবী ছাত্রীদের দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপটির জন্য কেবলমাত্র ছাত্রীরাই আবেদন করতে পারবে। এই স্কলারশিপ এর মাধ্যমে ছাত্রীরা তাদের উচ্চশিক্ষার লক্ষ্যে এগিয়ে যেতে পারবে।
এই স্কলারশিপে আবেদনের যোগ্যতা:
১. এই স্কলারশিপ শুধুমাত্র ছাত্রীরা আবেদন করতে পারবে।
২. আবেদনকারী কে উচ্চমাধ্যমিক স্তরে অন্তত ৬০ শতাংশ নম্বর পেতে হবে এবং স্নাতক স্তরে পড়াশোনা করতে হবে।
৩. আবেদনকারীর বয়স ১৫ থেকে ৩০ এর মধ্যে হতে হবে।
৪. আবেদনকারী পারিবারিক বার্ষিক আয় ৫ লক্ষ টাকা থেকে কম হতে হবে।
আবেদন করতে কি কি প্রয়োজন:
১)আবেদনকারীর আধার কার্ড বা পরিচয়পত্র।
২)মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাসের মার্কশিট ও সার্টিফিকেট।
৩)পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
৪)আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র।
৫)শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির স্লিপ।
৬) স্নাতক পাস হলে তার মার্কশিট ও সার্টিফিকেট।
আবেদন করলে স্কলারশিপের পরিমাণ:
এই স্কলারশিপে আবেদন করলে আবেদনকারীকে কোর্স অনুযায়ী বৃত্তি প্রদান করা হয়। স্কলারশিপে সর্বনিম্ন ২৫,০০০ টাকা থেকে শুরু করে ৫০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দেয়া হয়।
কিভাবে আবেদন করবেন:
এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারী কে প্রথমে Fair & Lovely স্কলারশিপের https://www.glowandlovelycareers.in/en ওয়েবসাইটে গিয়ে বৈধ একটি ইমেইল আইডি দিয়ে নাম রেজিস্ট্রেশন করে একটি Account তৈরি করতে হবে। এরপর আপনার ইমেইল টি ভেরিফাই করা হবে। ইমেইলটি ভেরিফাই হলে তারপর Verification Link এ গিয়ে তার পরবর্তী পেজ Apply Online এ ক্লিক করলেই আপনার অনলাইন আবেদন পত্রটি পেয়ে যাবেন।
এরপর আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করা হলে প্রয়োজনীয় নথি সহ আবেদন পত্রটি সাবমিট করতে হবে। অনলাইনে আবেদন করার সময় প্রয়োজনীয় নথি গুলি নির্দিষ্ট ফরম্যাটে স্ক্যান করে তারপর আপলোড করতে হবে।
এছাড়াও এই স্কলারশিপ এ আবেদন করতে গেলে অনলাইন ছাড়া অফলাইনেও আবেদন করা যায়।
এই স্কলারশিপ এ আবেদন করার পর কিভাবে নির্বাচিত হবেন:-
এই স্কলারশিপে আবেদন করার পর আবেদনকারীর মেধা ও পরিবারের অর্থনৈতিক অবস্থার ওপর ভিত্তি করে তাদের নির্বাচন করা হয়। নির্বাচনের পর Fair & Lovely বা Glow & Lovely সংস্থার পক্ষ থেকে আবেদনকারীদের Telephone Calling এর মাধ্যমে ১০ থেকে ১৫ মিনিট ইন্টারভিউ নেওয়া হয়।
ইন্টারভিউ নেওয়ার পর Glow & Lovely Foundation এর অফিসিয়ালওয়েবসাইটে স্কলারশিপে নির্বাচিতদের নামের তালিকা প্রকাশ করা হয়।
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆