পশ্চিমবঙ্গের সব থেকে বড় স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ মেরিটি স্কাম স্কলারশিপ। এই স্কলারশিপ টি মাধ্যমিক উচ্চমাধ্যমিক UG. PG সমস্ত কোর্সের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে।
কারা কারা আবেদন করতে পারবে -
♦️ স্কুল ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে পাঠরত হয়ে থাকে তাহলে তারা এটি আবেদন করতে পারবে।
♦️ যে সকল ছাত্র-ছাত্রীরা দ্বাদশ শ্রেণীতে পাঠরত থাকবে তারাও এই স্কলারশিপ আবেদন করতে পারবে।
♦️ যে সকল ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিক পাস করে কলেজে অর্থাৎ B.A , B.COM , BSC পাঠরত ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপ এ আবেদন করতে পারবে।
♦️ যে সকল ছাত্র-ছাত্রীরা M.A ,M.S.C কর্সে পাঠরত তারাও এই স্কলারশিপটি আবেদন করতে। পারবে।
আবেদনের তারিখ - সূত্রের মাধ্যমে যেটা জানা যাচ্ছে ২০২২ সালে ১৫ সেপ্টেম্বরের পর থেকে স্বামী বিবেকানন্দ মেরিট স্কাম স্কলারশিপ আবেদন প্রক্রিয়া চালু হয়ে যাবে। এবং রিনিউ করতে পারবে।
কত টাকা দেওয়া হবে-
🔷 একাদশ ও দ্বাদশ শ্রেণী পাঠরত পড়ুয়ার া প্রতি মাসে ১০০০ টাকা করে পেয়ে যাবে। অর্থাৎ দুই বছরে ২৪ হাজার টাকা পাবে।
🔷 যে সকল ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হবে, অর্থাৎ আর্স বা কমার্স নিয়ে পড়াশোনা করবে তাদেরকে প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে। এবং যদি সাইন্স নিয়ে পড়াশোনা করো তাহলে প্রতিমাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে।
🔷 যে সকল ছাত্র-ছাত্রীরা কলেজ পাশ করে PG কোর্সে আর্স ও কমার্স নিয়ে পড়াশোনা করছে তাদেরকে প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে। এবং যে সকল ছাত্র-ছাত্রীরা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তাদেরকে প্রতি মাসে ২৫০০ টাকা করে দেওয়া হবে।
যোগ্যতা-
১) যে সকল ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপটি আবেদন করবে তাদের পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে।
২) সকল আবেদনকারী কে পশ্চিমবঙ্গে স্থায়ী গ্রাম বাসিন্দা হতে হবে।
৩) যে সকল ছাত্র-ছাত্রী এই বছর পাস করে নতুন ক্লাসে উঠেছে তারাই এই স্কলারশিপ টি আবেদন করতে পারবে।
কত নাম্বার পেতে হবে -
যে সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হয়েছে তারাই এই স্কলারশিপ টি আবেদন করতে পারবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট-
১) শেষ পরীক্ষার মার্কশিট এর জেরক্স।
২) শেষ পরীক্ষার এডমিট কার্ডের জেরক্স।
৩) ইনকাম সার্টিফিকেট।
৪) মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড।
৫) আধার কার্ডের জেরক্স।
৬) ভোটার কার্ডের জেরক্স।
৭) ব্যাংকের পাস বইয়ের জেরক্স।
সকল আবেদনকারীদের কে নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে, না হলে টাকা পাবে না।
এরকম গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন তথ্য ও সবার আগে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও।
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆