ACS BANGLA | এ সি এস বাংলা
YouTube
সব খবরের আপডেট এতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
কিভাবে চেক করবেন ঘরে বসে লক্ষী ভান্ডারের টাকা ? এখনই জেনে নিন! । How to status check Lakshmi Bhandar ?

কিভাবে চেক করবেন ঘরে বসে লক্ষী ভান্ডারের টাকা ? এখনই জেনে নিন! । How to status check Lakshmi Bhandar ?

Raja Paramanik
0


আজকের দিনের প্রতিটি বাড়িতে প্রতিটি মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন। এই খবরটি আপনার অনেক কাজে লাগবে। এই লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের কোটি কোটি মহিলারা টাকা পেয়ে যাচ্ছেন। কিন্তু সব থেকে বড় সমস্যা হলো  লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা কখনো ব্যাংক একাউন্টে ঢুকছে, আবার কখনো ঢুকতে দেরি হচ্ছে, আবার  লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করেও টাকা পাননি, এইসব সমস্যায় ভুগতে হচ্ছে সকল মহিলাদেরকে। তাই আপনাদের সুবিধার জন্য আমরা জানাবো একটি সহজ পদ্ধতি । লক্ষীর ভান্ডার প্রকল্প স্ট্যাটাস চেক করা। আপনারা সহজেই জানতে পারবেন এই স্ট্যাটাস এর মাধ্যমে কোন মাসে টাকা ঢুকেছে কোন মাসে টাকা ঢোকেনি সবকিছু। তাই সব কিছু জানাবো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। চলুন তবে জেনে নেওয়া যাক।

লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবে ?


♦️  প্রথমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে ।অফিসিয়াল ওয়েবসাইট নিচে দেওয়া আছে চেক করে নেবেন।


♦️  তারপর সেই লিঙ্কে গিয়ে আপনার বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করার পর একটি ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে লগইন করে নিতে হবে।


♦️  তারপর লগইন করার পর Dashboard –Lakhmir Vandar অপশানে থাকা Track Application লিংকে ক্লিক করতে হবে।


♦️  তারপর ওই লিংকে ক্লিক করার পরে আমরা সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে। সেখানে অ্যাপ্লিকেশন আইডি লিখে সার্চ অপশনে ক্লিক করলে ই দেখতে পাবেন আপনার লক্ষীর ভান্ডার প্রকল্প স্ট্যাটাস।



এইভাবে আপনারা দেখে নিতে পারবেন কবে টাকা ঢুকেছে। আপনি যখন স্ট্যাটাস চেক করবেন তখন payment status বলে একটি অপশন থাকবে। সেই স্ট্যাটাসে ক্লিক করলে আপনি যে বছরে পেমেন্ট দেখতে চান সেটি সিলেক্ট করলেই আপনি দেখতে পাবেন  আগের বছরের যতগুলো মাসের টাকা দেওয়া হয়েছে, সব দেখতে পাবেন।

 আপনি যেই মাসের টাকা পেয়ে থাকবেন সেই মাসের পাশে Payment Success লেখাটি থাকবে। আর যদি কোন মাসের টাকা পাননি অথবা দেরিতে ঢুকবে তাহলে Payment Undet Process এই লেখাটি থাকবে। আর যদি টাকা না ঢুকে তাহলে Payment Failed লেখাটি থাকবে। তাছাড়া আপনারা দেখতে পাবেন Bank Account Status এবং Beneficiary Status অপশনটি।

      যদি Bank Account Status -Validation Success. Ready For Payment লেখাটি দেখায় তাহলে আপনি বুঝবেন আপনার লক্ষ্মী বান্দার প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্টটি যুক্ত রয়েছে কোন অসুবিধা নেই। আপনারা নিঃসন্দেহে টাকা পেয়ে যাবেন। আর যদি Beneficiary Status -Active Beneficiary এই লেখাটি দেখায় তাহলে বুঝে নিবেন যে লক্ষীর ভান্ডার প্রকল্পে স্ট্যাটাস দেখা হচ্ছে। এবং তিনি এই প্রকল্পের টাকা পেতে চলেছেন। 

আর যদি অন্য কিছু লেখা দেখেন তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্ট গোলমাল আছে। আপনার টাকা পাওয়ার সম্ভাবনা কম হবে।

আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে লক্ষীর ভান্ডারে স্ট্যাটাস আপনারা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে নিজেদের ফোন থেকে দেখতে পারবেন না। কারণ এটা শুধু আধিকারায় দেখতে পারবে অন্য কেউ না।

 তাই আপনারা যদি স্ট্যাটাস চেক করতে চান তাহলে আপনাদের নিকটবর্তী ভিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি নিয়ে যেতে হবে। তারপর সেখানে গিয়ে যোগাযোগ করলে তারা আপনার স্ট্যাটাস চেক করে দেবেন। আর যদি কোন প্রবলেম হয়ে থাকে তাহলে তারাই আপনাকে জানিয়ে দেবেন।



এরকম গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন তথ্য ও সবার আগে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও।


Official Website : Click Here 




Written by Raja Paramanik.

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆

একটি মন্তব্য পোস্ট করুন (0)
"ACSBangla.com: পশ্চিমবঙ্গের স্কুল-কলেজের খবর, বৃত্তি, চাকরি সংক্রান্ত আপডেট, মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন। এছাড়াও এখানে পাবেন পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পের খবর, গুরুত্বপূর্ণ তথ্য ও বাংলার সর্বশেষ সংবাদ। ছাত্রছাত্রীদের জন্য উপযোগী সাজেশন ও চাকরিপ্রার্থীদের জন্য নিয়মিত আপডেট সহ আরও অনেক কিছু জানতে ভিজিট করুন ACSBangla.com। পশ্চিমবঙ্গের শিক্ষা, চাকরি ও প্রজেক্ট সংক্রান্ত আপডেট পেতে থাকুন আমাদের সাথে।" "ACSBangla.com: Get updates on West Bengal school and college news, scholarships, jobs, and exam suggestions for Madhyamik and HS. Also, find information on new projects, important news, and the latest updates from Bengal. Visit ACSBangla.com for student-friendly suggestions and regular updates for job seekers. Stay tuned for updates on education, jobs, and projects in West Bengal." @EnjoyExam @NewsAcsBangla