রূপশ্রী প্রকল্প কর্মী নিয়োগ-২০২২
পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে একটি খবর। যারা এতদিন ধরে একটা কাজ করছেন তাদের জন্য এটি অত্যন্ত দারুণ শু খবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রকল্প হলো রূপসী প্রকল্প আর এই রূপসী প্রকল্পে কর্মী নিয়োগ হচ্ছে। এই প্রকল্প মহিলা পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। তবে এখানে কর্মী নিয়োগ করা হবে জেলা ভিত্তিক। আবেদনকারীকে জেলার বাসিন্দা হতে হবে তবে আবেদন করতে পারবে চলুন তবে দেখায় নেয়া যাক কিভাবে আবেদন করবেন কারা আবেদন করতে পারবে সবকিছু এই প্রতিবেদনের মাধ্যমে দেখুন।
পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর।
শূন্য পদ - ১ টি।
আবেদন পদ্ধতি- এই প্রকল্পটি আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে।
🛑 আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে নিতে হবে তারপর প্রিন্ট আউট করে বার করে নিতে হবে।
🛑 তারপর ওই ফর্মটি সঠিকভাবে পূরণ করে ফরমটেড ডান দিকে একটি আপনার পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগিয়ে দিতে হবে।
🛑 এরপর সব কিছু ডকুমেন্টস যুক্ত করে একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
🛑 খামটির উপরে আপনাকে বড় হাতের লিখতে হবে APPLICATION FOR THE POST OF ______ ( যে পদের জন্য আবেদন করছেন সেই পদের নাম লিখতে হবে )।
বয়স- যে সকল আবেদন করি এই প্রকল্পটির জন্য আবেদন করবেন তাদেরকে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আপনার ক্যাটাগরি যদি SC/ST হয়ে থাকে তাহলে আপনার পাঁচ বছর ছাড় হবে। আর OBC হয়ে থাকলে তিন বছরের ছাড় হয়ে থাকবে।
বেতন- প্রতি মাস ১১,০০০ হাজার টাকা।
আবেদন মূল্য- আপনার আবেদনের ক্ষেত্রে কোন টাকা লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট-
১) মাধ্যমিকের এডমিট কার্ড।
২) জন্মপত্র পরিচয়।
৩) শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
৪) স্থায়ী গ্রাম বাসিন্দা সার্টিফিকেট।
৫) আধার কার্ডের জেরক্স।
৬) ভোটার কার্ডের জেরক্স।
৭) কাস্ট সার্টিফিকেট ( যদি থাকে )।
৮) ২ কপি পাসপোর্ট ফটো।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই গ্রাজুয়েশন পাস থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। কারণ এটি কম্পিউটারের কাজ। তাই কম্পিউটার সার্টিফিকেট থাকা বাধ্যতামূল।
নিয়োগ পদ্ধতি- এই প্রকল্পটিকে আবেদনকারীদের কে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। তার সঙ্গে কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।
লিখিত- ৫০
কম্পিউটার টেস্ট- ৪০
ইন্টারভিউ - ১০
আবেদনের শেষ তারিখ- এই প্রকল্পটি আবেদন ২৭/০৭/২০২২ থেকে চালু হয়ে গেছে এবং শেষ হবে ১৭/০৪/২০২২ তারিখে।
জমা দেওয়ার ঠিকানা-
Rupashree Section, Office of the District Magistrate, Kalimpong, first floor, P.O. & P.S. Kalimpong, Dist – Kalimpong, PIN – 734301
Official Website - Click Here
Written by Raja Paramanik.
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆