সকল ছাত্র-ছাত্রীদের জন্য একটি কলারশিপ সম্পর্কিত বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি আজকে এই প্রতিবেদনে।2022-23 এ শুরু হয়ে গেছে ওয়েসিস স্কলারশিপ। এবছর এই স্কলারশিপ কিছুটা পরিবর্তন হয়েছে। এটি বিস্তারিত জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে দেখতে থাকুন।
প্রথমেই বলে থাকি যে তোমাদের এই ওয়েসিসে নতুন কিছু চেঞ্জ হয়েছে, তো কি চেঞ্জ হয়েছে তা জানাবো। এবং এই ওয়েসিস স্কলারশিপে এসসি, এসটি, ওবিসি প্রত্যেকে আবেদন করতে পারবে। কিন্তু জেনারেল কাস্ট এর কেউ আবেদন করতে পারবে না। শুধুমাত্র এসসি, এসটি, এবং ওবিসি এই স্কলারশিপ টি আবেদন করতে পারবে। নবম শ্রেণী থেকে আবেদন করতে পারবে অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টরা এটি আবেদন করতে পারবে। কলেজ স্টুডেন্টরাও আবেদন করতে পারবে। এমনকি UG,PG,PSD স্টুডেন্টরাও এটি আবেদন করতে পারবে।
ওয়েসিস স্কলারশিপ। আবেদন চলছে। Oasis Scholarship 2022-23
ইতিমধ্যে এটি 10/05/2022 তারিখ থেকে চালু হয়ে গেছে। তোমরা যারা 2022 এ স্টুডেন্ট রয়েছ তারা প্রত্যেকে আবেদন করে নাও এবং যারা রিনিউয়াল করবে তারাও এটা করে নিতে পারো। সম্ভবত এই অ্যাপ্লিকেশনটি আবেদন প্রক্রিয়া নভেম্বর মাস পর্যন্ত চলবে। তো যারা যারা করোনি এখনও, তারা তাড়াতাড়ি করে নাও।
এরপর বলি তোমাদের যে নতুন নিয়ম গুলি অ্যাড করা হয়েছে সেগুলি হল-
SC স্টুডেন্ট যারা রয়েছো তারা ন্যাশনাল স্কলারশিপ এর যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে গিয়ে এটি আবেদন করতে হবে। তোমরা প্রিম্যাট্রিক করো বা পোস্ট ম্যাট্রিক করো যেটাই করো,তার আগে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। একটি শুধুমাত্র SC স্টুডেন্টদের জন্য। তোমাদেরকে একটি ইউনিক আইডি পেতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা যারা SC রয়েছো তারা ওয়েসিস পোর্টালে গিয়ে আবেদন করলে হবে না। ন্যাশনাল স্কলারর্শিপ পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। আর যারা OBC,ST স্টুডেন্ট রয়েছো তারা ওয়েসিস স্কলারশিপ পোর্টালে গিয়ে আবেদন করতে হবে।
ওয়েসিস স্কলারশিপ। আবেদন চলছে। Oasis Scholarship 2022-23
ফ্যামিলি ইনকাম- এখানে ফ্যামিলির বার্ষিক ইনকাম 60,000 হাজার টাকা নিচে হলেই হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট-
১) দু কপি ফটো।
২) ব্যাংক একাউন্টের জেরক্স।
৩) কাস্ট সার্টিফিকেট।
৪) ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট।
৫) শেষ পরীক্ষার মার্কশীট।
৬) স্কুল /কলেজ /বিশ্ববিদ্যালয় ভর্তির রশিদ।
৭) আবেদন পত্রের প্রিন্ট কপি।
এরকম গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন তথ্য ও সবার আগে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও।
ওয়েসিস স্কলারশিপ। আবেদন চলছে। Oasis Scholarship 2022-23
Written by Raja Paramanik.
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆