মনিহারা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প M.C.Q, short Questions by monihara, Rabindranath Tagore's, MCQ question
মনিহারা কোন শ্রেণীর গল্প ?
👉মনিহারা অতিপ্রাকৃতিক গল্প।
মনিহারা গল্পের কথক মেয়েদের সম্পর্কে কি বলেছেন?
👉 মনিহারা গল্পের কথক মেয়েদের সম্পর্কে বলেছেন স্ত্রী জাতি কাঁচা আম ,ঝাল লঙ্কা এবং কড়া স্বামী
ভালোবাসে।
কোচবিহারের মহারানি নাম কি ছিল ?
👉কোচবিহারের মহারানি নাম ছিল সুনীতি দেবী ।
মধুসূদন কোথায় কাজ করতো?
👉 মধুসূদন ফণীভূষণের কুঠিতে কাজ করতো ।
স্ত্রীর কাছে গেল কেন ফনিভূষণ ?
👉স্ত্রীর কাছে গেল বিদায় জানাতে ।
স্বামী হতে গেলে পুরুষ হইতে হয় কোন গল্পে উক্তি?
👉 স্বামী হতে গেলে পুরুষ হতে হয় মনিহারা গল্পের অংশ।
ফণীভূষণের ব্যবসায় কত টাকা প্রয়োজন হয়েছিল?
👉 ফণীভূষণের ব্যবসায়ীদের 1.5 লাখ টাকা প্রয়োজন হয ।
মনিমালিকা কার সঙ্গে পিত্রালয় গিয়েছিলেন?.
👉 মধুসূদনের সঙ্গে।
কঙ্কাল নদীতে নামল কার কঙ্কাল কোন নদীতে নামল?
👉 মনিমল্লিকার কঙ্কাল ।
প্রথমদিন যেদিন কঙ্কাল হয়ে এসেছিল কোন তিথিতে?
👉 জন্মাষ্টমী তিথিতে ।
অলংকার কঙ্কাল রুপি মনিমালিকাকে ফণিভূষণ কোন তিথিতে দেখতে পেয়েছিল?
👉কৃষ্ণপক্ষের দশমী তিথিতে ।
গভীর রাতে তখন যাত্রা গান থেমে গিয়েছিল তখন ফণিভূষণ কি করছিল ?
👉জানালার পাশে বসে ছিল.।
জন্মাষ্টমীর দিন ফণীভূষণের দারোয়ান কোথায় গিয়েছিল?
👉 যাত্রা গান দেখতে গিয়েছিল।
মনিহারা গল্পটি রচনার প্রেক্ষাপট কি ?
👉কোচবিহারের রানীর অনুরোধ ।
মনিহারা গল্পের সমধর্মী রবীন্দ্রনাথের 2 টি গল্পের নাম লেখ?
👉 কঙ্কাল ও নিশিথে।
মনিমল্লিকার দূরসম্পর্কের ভাই কে ছিল ?
👉মধুসূদন .
ফণীভূষণ কিসের ব্যবসা করতো ?
👉হরিতকী রেশম গুটি ও কাঠের ।
সিঞ্চিত শব্দের অর্থ কি?.
👉অলংকারের ধ্বনি।
নিষ্ফলা বলতে কী বোঝানো হয়েছে ?
👉সন্তানহীনা মনিমালিকা কে।
কোলরিজ কে ?
👉একজন ইংরেজি কবি ।
মনিহারা গল্পের নায়ক কে ?
👉 গল্পের নায়ক হলেন ফণিভূষণ সাহা ।
কত বছর আগেকার ঘটনা স্কুল মাস্টার শোনাচ্ছিল?
👉 15 বছর আগেকার ঘটনা ।
মনি মল্লিকার আসল নাম কি ?
👉আসল নাম ছিল নিত্যকালী ।
দুর্গা মোহন সাহা কে ছিলেন ?
👉দুর্গা মোহন সাহা ফণীভূষণের কাকা ছিলেন।
ফণিভূষণ তার স্ত্রীকে কি বলে ডাকত ?
👉ফণীভূষণ স্ত্রীকে মনি বলে ডাকত ।
ফণীভূষণের জীবিকা কি ছিল ?
👉ফণীভূষণের জীবিকা ছিল ব্যবসা ।
ফণীভূষণের পদবী কি ছিল ?
👉ফণীভূষণের পদবী ছিল সাহা ।
ফণীভূষণের জন্মস্থান কোথায় ?
👉ফণীভূষণের জন্মস্থান ছিল ফুলবেড়ে।
দুর্গামোহন ছেলে মেয়ে কয়টি?
👉 অপুত্রক।
দানি বুঝি প্রতিকার উপায় কার উক্তি ?
👉দানি বুঝি প্রতিকারের উপায় উক্তিটি করেছেন ফণিভূষণ।
ফণীভূষণের বাড়িতে নিজের কে কে ছিল?
👉 ফণীভূষণের বাড়িতে নিজের পিসি মাসি থাকতেন।
মনিমল্লিকা কি সন্তান ছিল ?
👉না মনিমালিকা কোন সন্তান ছিল না ।
মনিহারা গল্পের মন্ত্রীর নাম কি?
👉 মনিহারা গল্পের মন্ত্রীর নাম মধুসূদন।
এই জাগরণী স্বপ্ন এই জগৎ মিথ্যা কার অনুভূতি?
👉 ফণীভূষণের সাহার।
শিংয়ে সান দেওয়ার জন্য হরিণ কি খোঁজে ?
👉শক্ত গাছের গুড়ি ।
শৃগাল গুলি নিকটবর্তী ঝোপের মধ্যে কি করছিল?
👉 উচ্চ স্বরে চিৎকার করছিলো.।
মনিহারা গল্পটি কত সালে প্রকাশিত হয়েছিল?
👉 মনিহারা গল্পটি ১৩০৫ সালে প্রকাশিত হয়েছিল।
মনিহারা গল্প কোন মাসে প্রকাশিত হয়েছিল ?
👉মনিহারা গল্প অগ্রহায়ণ মাসে প্রকাশিত হয়েছিল ।
মনিহারা গল্প কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল ?
👉মনিহারা গল্পটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
👉 মনিহারা গল্প কার অনুরোধে রচনা করেছিলেন?
মনিহারা গল্প কোচবিহারের মহারানি অনুরোধে।
মনিহারা গল্পের কথক কে?
👉 মনিহারা গল্পের কথক হলেন স্কুল মাস্টার ।
বোটের ছাদের উপর মাঝি কি করছিল?
👉বোটের ছাদের উপর মাঝি নামাজ পড়েছিল
Topic covered:
সার্চগুলি
নষ্ট নীড় কবিতা
নষ্টনীড় গল্পের ট্রাজেডি
নষ্টনীড় উক্তি
নষ্টনীড় গল্পের নামকরণ
নষ্টনীড় কোন পত্রিকায় প্রকাশিত হয়
চারুলতা উপন্যাস pdfছোট গল্প রবীন্দ্রনাথ
পোস্টমাস্টার গল্পের প্রশ্ন উত্তর mc
মনিহারা গল্পের নামকরণের সার্থকতা
ছুটি গল্পের প্রশ্ন উত্তর p
ছুটি গল্প কোন শ্রেণী
ছুটি গল্পে ফটিকের চরিত্র
ছুটি গল্পের বিষয়বস্তু
ছুটি গল্পে ফটিকের ভাইয়ের নাম
ছুটি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো কিরdf
বলাই গল্পের নামকরণের সার্থকতা বিচার কর
ছুটি গল্পের নাট্যরূপ pdf
গুপ্তধন রবীন্দ্রনাথ ঠাকুর pdf
ছোটোগল্প
বলাই গল্পের প্রশ্ন উত্তর
বলাই গল্প pdf
মনিহারা গল্পের নামকরণের সার্থকতা
বলাই রবীন্দ্রনাথ ঠাকুর
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆