জুলাইতেই বাড়তে পারে DA! কতটা বেতন বাড়বে এবার? সুখবরের অপেক্ষায় সরকারি কর্মীরা
News ACSBangla: কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একদিকে যেমন অষ্টম বেতন কমিশনের অপেক্ষা চলছে, অন্যদিকে জুলাই মাসে বেতন বৃদ্ধির আশার আলো জ্বলছে। বিশেষত যাঁরা কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত, তাঁদের জন্য জুলাই মাসটি এক বিশাল সুখবর বয়ে আনতে পারে। কারণ সূত্র মারফত জানা যাচ্ছে, ২০২৫ সালের জুলাই মাস থেকেই কেন্দ্র সরকার ৩% থেকে ৪% পর্যন্ত মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি করতে পারে।
বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা কত শতাংশ DA পাচ্ছেন?
এই মুহূর্তে কেন্দ্রীয় কর্মীদের DA রয়েছে ৫৩ শতাংশ। জুলাই মাসে যদি ৩ শতাংশ বাড়ানো হয়, তাহলে সেটি দাঁড়াবে ৫৬ শতাংশে। আবার যদি ৪ শতাংশ বৃদ্ধি হয়, তবে নতুন DA হবে ৫৭ শতাংশ। এই বৃদ্ধির ফলে মাসিক বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। পেনশনভোগীরাও এর সুবিধা পাবেন, কারণ তাঁদের মাসিক পেনশনেও বাড়তি টাকা যুক্ত হবে।
ডিএ (DA) কী এবং কেন এটি দেওয়া হয়?
ডিএ বা মহার্ঘ ভাতা হল এমন একটি অর্থনৈতিক ভাতা, যা কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি সামাল দিতে সহায়তা করে। মুদ্রাস্ফীতির হার যত বাড়ে, পণ্যের দাম তত বাড়ে, ফলে কেন্দ্র সরকার কর্মচারীদের সেই অনুপাতে DA বৃদ্ধি করে থাকে। সাধারণত বছরে দু’বার – জানুয়ারি ও জুলাই মাসে এই ভাতা সংশোধন করা হয়। যদিও ঘোষণা কিছুটা পরে হয়, তা কার্যকর হয় ১ জানুয়ারি ও ১ জুলাই থেকেই।
DA বৃদ্ধি নির্ভর করে কোন সূচকের উপর?
DA বৃদ্ধির সিদ্ধান্ত মূলত নির্ভর করে AICPI (All India Consumer Price Index) সূচকের উপর। এই সূচক অনুযায়ী মুদ্রাস্ফীতির মাত্রা পর্যালোচনা করে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নেয়, কত শতাংশ DA বৃদ্ধি করা হবে। বিভিন্ন রিপোর্ট এবং অর্থনৈতিক বিশ্লেষণের ভিত্তিতে অনুমান করা হচ্ছে, এবারের মুদ্রাস্ফীতির পরিসংখ্যান অনুযায়ী ৩ থেকে ৪ শতাংশ DA বাড়ানোর সম্ভাবনা প্রবল।
সর্বশেষ আপডেট ও বাছাই করা খবর পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে:
https://whatsapp.com/channel/0029Va9RGedGehEJOedn1U3E
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆