ACS BANGLA | এ সি এস বাংলা
Class 9 Bengali Suggestion 2025 | নবম শ্রেণী বাংলা পরীক্ষা সাজেশন | 2nd Summative Exam | Enjoy Exam

Class 9 Bengali Suggestion 2025 | নবম শ্রেণী বাংলা পরীক্ষা সাজেশন | 2nd Summative Exam | Enjoy Exam

0

Class 9 Bengali Suggestion 2025 | নবম শ্রেণী বাংলা পরীক্ষা সাজেশন | 2nd Summative Exam | Enjoy Exam


🌟🌟🌟 

নবম শ্রেণির বাংলা বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন (2nd Summative Exam 2025)-এর জন্য গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হয়েছে এই ভিডিওতে।
🌟🌟🌟 বারবার পরীক্ষায় আসা প্রশ্ন
🌟🌟 সম্ভাব্য নতুন প্রশ্ন
সহজ ভাষায় সাজিয়ে দেওয়া হয়েছে — পরীক্ষার আগে একবার দেখলেই নম্বর নিশ্চিত!

এই ভিডিওতে যা পাবে:
📌 বাংলা প্রশ্নোত্তর সাজেশন
📌 1000% কমন প্রশ্ন চিহ্নিত করা
📌 প্রশ্নপত্রের বিশ্লেষণ
📌 পরীক্ষার প্রস্তুতির বিশেষ টিপস



🌟🌟🌟 “আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি।” — উক্তিটির ব্যাখ্যা করো।
🌟🌟🌟 “নটেগাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়য় না।” — এর তাৎপর্য কী?
🌟🌟🌟 ‘আবহমান’ কবিতায় কী হারায় না?
🌟🌟🌟 ‘আবহমান’ কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন?
🌟🌟🌟 ‘আকাশে সাতটি তারা’ কবিতায় প্রকৃতির রূপ কেমন?
🌟🌟🌟 রাধারাণী কোথা থেকে ফিরছিল? কীভাবে বিপর্যস্ত হয়েছিল? কিভাবে মুক্তি পেয়েছিল?
🌟🌟🌟 “কর্মে ঝাঁপ দেবার আগে বিশেষভাবে চিন্তা করো”— স্বামী বিবেকানন্দ কার প্রতি বলেছেন ও কেন?
🌟🌟🌟 “কর্তাস” গল্পে পাখির বুদ্ধিমত্তার পরিচয় কীভাবে পাওয়া যায়?
🌟🌟🌟 “কর্তাস যে সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায়”— কোন ঘটনায় তা বোঝা যায়?
🌟🌟🌟 “তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া”— এর ব্যাখ্যা করো।
🌟🌟🌟 “নূতন আমদানিও বন্ধ করা যাবে না”— লেখক কী বোঝাতে চেয়েছেন?
🌟🌟🌟 ‘কার্তুজ’, ‘কুপন’, ‘কাফে’ শব্দ কোন ভাষা থেকে এসেছে?
🌟🌟🌟 পথিক চরিত্রটি বিশ্লেষণ করো (‘রাধারাণী’ গল্প অবলম্বনে)।
🌟🌟🌟 নব নব সৃষ্টি প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী কোন উর্দু কবির নাম বলেছেন?


🌟🌟 সাজেশনযোগ্য বাকি প্রশ্নসমূহ:

🌟🌟 “ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা”— কার ব্যথা বোঝানো হয়েছে?
🌟🌟 “আকাশে সাতটি তারা” কবিতায় কিশোরীর হাতের বর্ণনা কেমন?
🌟🌟 “রাধারাণীর আনন্দ হইল”— কোন কথা শুনে আনন্দ হয়েছিল?
🌟🌟 ‘আলাল’ ও ‘ইতোম’ কী?
🌟🌟 ‘বিশেষণের বিশেষণ’— বাক্যে প্রয়োগ করো।
🌟🌟 “বাংলার নীল সন্ধ্যা”— সন্ধ্যাকে ‘নীল’ বলার যুক্তি ও অন্যান্য বিশেষণ কী কী?
🌟🌟 “মরদ কি বাত হাতি কা দাঁত”— কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে?
🌟🌟 “আমি পাই টের”— ‘আমি’ কে? কী টের পান?
🌟🌟 “নোটটি ভাঙাল না”— কোন নোট? ‘তাহারা’ কারা? ভাঙায়নি কেন?
🌟🌟 “একমাত্র ইংরেজ… ঘৃণা করেন না”— কোন প্রেক্ষিতে বলা হয়েছে?
🌟🌟 “সে দাতা, আমাদের দুঃখে শুনিয়া দান করেছে”— কে, কীভাবে সাহায্য করেছে?
🌟🌟 “ওই পাখি আমার চাই প্রোফেসর”— কোন পাখি, প্রেক্ষাপট ও শেষপর্যন্ত কী করলেন?
🌟🌟 জাদুকর আগাসের চরিত্র বর্ণনা করো (‘কর্তাস’ গল্প)।
🌟🌟 বাংলা ভাষায় প্রধান ও অপ্রধান আগন্তুক শব্দ কী কী? লেখকের দৃষ্টিভঙ্গি।
🌟🌟 ধ্বন্যাত্মক অব্যয় / দ্বিকর্মক ক্রিয়া / তদ্ভব শব্দ — সংজ্ঞা ও উদাহরণ দাও।
🌟🌟 পদ্মলোচন শাড়ির দাম হিসেবে রুক্মিণীকুমার কত টাকা দিয়েছিল?
🌟🌟 রাধারাণী নিজের পরিচয় কী বলেছিল?
🌟🌟 বাংলা আত্মনির্ভর নয় কেন?
🌟🌟 ‘বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্যসৃষ্টি’ কী এবং কেন বলা হয়েছে?
🌟🌟 স্বামী বিবেকানন্দের চিঠিতে স্বদেশভাবনা ও মানবিক গুণের পরিচয় ব্যাখ্যা করো।
🌟🌟 “এসব সত্ত্বেও… কর্মে প্রবৃত্ত হও”— কোন পরিস্থিতিতে লেখা হয়েছে?
🌟🌟 ভাবার্থ / সারাংশ লেখো (যেমন: 'পরের কারণে স্বার্থ দিয়া বলি...', 'আমারই চেতনার রঙে...', 'দেখ আমি চোর বটে...')
🌟🌟 “তোর” বলতে কার কথা বোঝানো হয়েছে (“যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া” বাক্যে)?
🌟🌟 ‘বটের ফল’ ও ‘মুথাঘাস’ – কবির বর্ণনা কেমন?
🌟🌟 সংস্কৃত শব্দ বাংলা ভাষায় কেন এসেছে?
🌟🌟 “তিনি কলকাতায় বাড়ি ভাড়া নেবেন”— তিনি কে? কেন?
🌟🌟 “লোক জমিল না”— কোথায় ও কেন লোক জমেনি?
🌟🌟 ‘কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে’ — কোথা থেকে উদ্ধৃত? কী বোঝানো হয়েছে?
🌟🌟 “পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখে নি কো” — কোন কন্যা? তার রূপ কেমন?
🌟🌟 “পৃথিবী” কোন বাচক বিশেষ্য?
🌟🌟 “রুক্মিণীকুমার ও পদ্মলোচন” গল্পে শাড়ির দাম কত?
🌟🌟 “মঠাধ্যক্ষাসুলভ সংকল্পটি কখনও সফল হবে না”— কারণ দুটি কী?
🌟🌟 পাসপোর্ট হারিয়ে পাওয়া বিষয়ে কর্তাস কীভাবে সাহায্য করেছিল?
🌟🌟 “বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভর নয়”— ব্যাখ্যা করো।




📚 পড়াশোনায় সাহায্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো —

👉 https://www.youtube.com/@EnjoyExam


📲 টেলিগ্রাম গ্রুপ লিংক (সাজেশন পিডিএফ পেতে):

👉 ওয়েবসাইটের নিচে বাঁদিকে বাটনে ক্লিক করে জয়েন করুন


পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পাশে থাকো — Enjoy Exam


✅ Tags (ট্যাগ):


Class 9 Bengali Suggestion 2025, 2nd Summative Bengali 2025, নবম শ্রেণি বাংলা সাজেশন ২০২৫, Bengali suggestion class 9 2025, Bengali 2nd term exam 2025, class 9 Bengali important questions 2025, Enjoy Exam Bengali Suggestion, class 9 second summative 2025, নবম শ্রেণি দ্বিতীয় পর্যায় সাজেশন, class 9 বাংলা সাজেশন pdf, Bengali exam 2025 class 9



---নিশ্চিতভাবে! নিচে Class 9 Second Summative Exam 2025 – Bengali বিষয়ের জন্য প্রশ্নগুলি দুই ভাগে সাজিয়ে দেওয়া হলো:


🌟🌟🌟 অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন (importent Questions): mcq

১.১ "এ কন্যারে দেখে নি কো" — এ কন্যাকে দেখেনি—
(ক) কামরাঙা-লাল মেঘ
(খ) পৃথিবীর কোনো পথ
(গ) আকাশে সাতটি তারা
(ঘ) নীল সন্ধ্যা

১.২ স্বামীজি 'ধীরামাতা' বলে সম্বোধন করতেন—
(ক) মিসেস বুলকে
(খ) মিস নোকে
(গ) মিসেস সেভিয়ারকে
(ঘ) মিস ম্যাকলাউডকে

১.৩ ছোট্ট একটা ফুল দুলছে—
(ক) ভোরের বাতাসে
(খ) দখিনা বাতাসে
(গ) দ্বিপ্রহরের ঝড়ে
(ঘ) সন্ধ্যার বাতাসে

১.৪ হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয়—
(ক) ইকবালকে
(খ) প্রেমাঙ্কুরকে
(গ) প্রেমচন্দ্রকে
(ঘ) ভরতেন্দুকে

১.৫ রাধারাণীদের সম্পত্তির অর্থমূল্য ছিল—
(ক) কুড়ি লক্ষ টাকা
(খ) তিরিশ লক্ষ টাকা
(গ) আট লক্ষ টাকা
(ঘ) দশ লক্ষ টাকা

১.৬ পক্ষীবিজ্ঞানীদের সম্মেলনের চেয়ারম্যান ছিলেন—
(ক) কারেরাস
(খ) গ্রেনফেল
(গ) আগাস
(ঘ) কোভাবুবিয়াস

১.৭ বৃহস্পতি, বেস্পতি — এটি কোন শব্দের দৃষ্টান্ত—
(ক) তৎসম
(খ) অর্ধতৎসম
(গ) তদ্ভব
(ঘ) সংকর শব্দ

১.৮ মিশ্র শব্দের একটি উদাহরণ হল—
(ক) কাকাতুয়া
(খ) প্লেন
(গ) রেলগাড়ি
(ঘ) হরতাল


🌟🌟 সাজেশনভিত্তিক নতুন প্রশ্ন (Suggested New Questions):

১.১ "শংকরদর্শনের আলোচনায় ভাষা" হবে—
(ক) চলিত বাংলা শব্দবহুল
(খ) সাধু বাংলা শব্দবহুল
(গ) সংস্কৃত শব্দবহুল
(ঘ) ইংরেজি শব্দবহুল

১.২ "কামরাঙা-লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো। ঢেউয়ে ডুবে গেছে—"
(ক) গঙ্গাসাগরের
(খ) বঙ্গোপসাগরের
(গ) আরব সাগরের
(ঘ) লোহিত সাগরের

১.৩ স্বামী বিবেকানন্দ চিঠিটি মিস নোকে লিখেছিলেন—
(ক) দার্জিলিং থেকে
(খ) আলমোড়া থেকে
(গ) শিকাগো থেকে
(ঘ) কার্সিয়া থেকে

১.৪ 'আবহমান' কবিতায় যা না হারানোর কথা বলা হয়েছে—
(ক) দুরন্ত পিপাসা
(খ) সান্ধ্য নদীর হওয়া
(গ) ঘাসের গন্ধ
(ঘ) কুন্দফুলের হাসি

১.৫ "আমার 'অরনিখন' যন্ত্র আজ তৈরি শেষ হলো।" আজ—
(ক) ১৫ আগস্ট
(খ) ২০ সেপ্টেম্বর
(গ) ২৭ সেপ্টেম্বর
(ঘ) ৪ অক্টোবর

১.৬ রাধারাণী রথ দেখতে গিয়েছিল—
(ক) পুরীতে
(খ) মায়াপুরে
(গ) মাহেশে
(ঘ) রথতলায়

১.৭ "শংকর অতিশয় বুদ্ধিমান লোক।" এই বাক্যে 'অতিশয়' পদটি হল—
(ক) বিশেষ্য
(খ) বিশেষণ
(গ) বিশেষণের বিশেষণ
(ঘ) ক্রিয়াবিশেষণ

১.৮ কোনটি আত্মবাচক সর্বনাম?
(ক) এই
(খ) ওই
(গ) কেউ
(ঘ) নিজে

১.১ যে গাছটি "বুড়িয়ে ওঠে কিন্তু মুড়য় না।"—
(ক) নটে
(খ) শুঁটি
(গ) পাট
(ঘ) বট

১.২ গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে—
(ক) চাঁদ
(খ) সূর্য
(গ) তারা
(ঘ) মেঘ

১.৩ "হিন্দি গদ্যের উপর বাইরের যে প্রভাব পড়েছে" সেটা হল—
(ক) ফার্সি
(খ) আরবি
(গ) উর্দু
(ঘ) বাংলা

১.৪ রাধারাণী কীসের মালা গাঁথিয়াছিল—
(ক) রজনীগন্ধার
(খ) জবা ফুলের
(গ) বুনো ফুলের
(ঘ) গাঁদা ফুলের

১.৫ নিজেদের পালক ছিঁড়ে নিজেরাই খায়—
(ক) গ্রিব পাখি
(খ) ম্যালি-ফাউল পাখি
(গ) সিগাল পাখি
(ঘ) উটপাখি

১.৬ মিসেস বুলের বয়স—
(ক) প্রায় ৫৫
(খ) প্রায় ৫৩
(গ) প্রায় ৫০
(ঘ) প্রায় ৫২

১.৭ প্রোফেসর শঙ্কু পাখিপড়ানো যন্ত্রটির নাম রেখেছিলেন—
(ক) অরনিধন
(খ) অরনিখন
(গ) অরিগামি
(ঘ) অরনিসন

১.১ 'অজস্র চুলের চুমা' ঝরে—
(ক) আমে জামে কাঁঠালে
(খ) হিজলে কাঁঠালে জামে
(গ) হিজলে বটে অশথে
(ঘ) হিজলে আমে জামে

১.২ "নামলে আবার ছুটে আসে" – কী ছুটে আসে—
(ক) নদীর হাওয়া
(খ) সমুদ্রের হাওয়া
(গ) সান্ধ্য নদীর হাওয়া
(ঘ) পুকুরের হাওয়া

১.৩ কোন্ সাহিত্যের প্রাণ ও দেহ 'খাঁটি বাঙালি'?
(ক) আধুনিক সাহিত্যের
(খ) রবীন্দ্র সাহিত্যের
(গ) পদাবলি সাহিত্যের
(ঘ) মঙ্গলকাব্যের

১.৪ "তারাও এদের খুব ঘৃণা করে।" — কাদের?
(ক) শ্বেতাঙ্গাদের
(খ) দাসদের
(গ) ইংরেজদের
(ঘ) ভারতীয়দের

১.৫ রাধারাণী দ্বার খুলে দেখতে পেল—
(ক) প্রতিবেশীকে
(খ) জাতিকে
(গ) পোড়ারমুখো, কাপুড়ে মিনেকে
(ঘ) সেই অজ্ঞাত ব্যক্তিকে

১.৬ 'লেখাটা পড়তে লেগেছিল'—
(ক) আধ ঘণ্টা
(খ) এক ঘণ্টা
(গ) দু-ঘণ্টা
(ঘ) এক ঘণ্টার উপর

১.৭ 'কবরেজ' একটি—
(ক) তৎসম
(খ) অর্ধতৎসম
(গ) তদ্ভব
(ঘ) বিদেশি শব্দ

১.৮ 'চল্লিশ' শব্দটি কোন ধরনের বিশেষণ—
(ক) সংখ্যাবাচক বিশেষণ
(খ) বিশেষণের বিশেষণ
(গ) পূরণবাচক বিশেষণ
(ঘ) বিশেষ্যের বিশেষণ



এই সাজেশনগুলি পাশাপাশি তোমাদের পাঠ্যপুস্তক ভালো করে পড়ে যাবে তাহলে তোমরা বাংলা বিষয়ের ভালো নাম্বার পেতে পারবে। 

✅ SEO Keywords (Google Search Targeted):


class 9 bengali 2nd summative exam 2025


class 9 bengali suggestion 2025


নবম শ্রেণির বাংলা সাজেশন ২০২৫


class 9 2nd term bengali question


bengali class 9 important question 2025


bengali second summative 2025


2nd summative exam suggestion class 9


Enjoy Exam Bengali Suggestion



Tags

إرسال تعليق

0تعليقات

পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆

إرسال تعليق (0)
"ACSBangla.com: পশ্চিমবঙ্গের স্কুল-কলেজের খবর, বৃত্তি, চাকরি সংক্রান্ত আপডেট, মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন। এছাড়াও এখানে পাবেন পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পের খবর, গুরুত্বপূর্ণ তথ্য ও বাংলার সর্বশেষ সংবাদ। ছাত্রছাত্রীদের জন্য উপযোগী সাজেশন ও চাকরিপ্রার্থীদের জন্য নিয়মিত আপডেট সহ আরও অনেক কিছু জানতে ভিজিট করুন ACSBangla.com। পশ্চিমবঙ্গের শিক্ষা, চাকরি ও প্রজেক্ট সংক্রান্ত আপডেট পেতে থাকুন আমাদের সাথে।" "ACSBangla.com: Get updates on West Bengal school and college news, scholarships, jobs, and exam suggestions for Madhyamik and HS. Also, find information on new projects, important news, and the latest updates from Bengal. Visit ACSBangla.com for student-friendly suggestions and regular updates for job seekers. Stay tuned for updates on education, jobs, and projects in West Bengal." @EnjoyExam @NewsAcsBangla

🔍 সাজেশন, প্রশ্ন বা নোট খুঁজতে এখানে সার্চ করুন:

👉 উদাহরণ: "Class 10 Geography Suggestion 2026", "Class 11 EVS Notes", "2025 Madhyamik Question Paper"