প্রিয় বন্ধুরা তোমাদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর। তোমরা যদি এবছর ক্লাস 12 এ উঠে থাকো তাহলে তোমাদের জন্য রয়েছে এটি আনন্দ সংবাদ।
তোমরা সবাই জানো, তরুণের স্বপ্ন এই প্রকল্পটি ক্লাস 12 এ উঠা ছাত্র-ছাত্রীরা অনলাইনে পঠন-পাঠন করা জন্য তোমাদেরকে সরকার ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে দেবে বলে জানিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে।
সরাসরি অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি হয়ে গেল কবে টেবের টাকা পাবে কিভাবে পাবে এই সব কিছু জানতে আমাদের এই প্রতিবেদনটি দেখতে থাকুন।
তোমাদের ট্যাব কেনার টাকা দেয়ার প্রক্রিয়া ,সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে চলেছে। কারণ বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে যে ছাত্র-ছাত্রীদের নিজের ব্যাংক অ্যাকাউন্ট 31 শেষ জুলাই এর মধ্যে শিক্ষা দপ্তরে জমা দিতে বলেছেন। ছাত্র-ছাত্রীদের সঠিক KYC করা একাউন্ট জমা দিতে হবে, না হলে টাকা পাবে না। এক্ষেত্র প্রত্যেকটা স্কুল ব্যাংক একাউন্ট নিতে শুরু করেছে এবং তোমরাও তোমাদের স্কুলের সাথে যোগাযোগ করো। যারা 11 থেকে 12 উঠছো তোমরাও স্কুলের নির্দেশ অনুযায়ী ব্যাংক একাউন্টে তথ্য জানিয়ে দাও।
সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে তোমাদের টাকা দেয়ার প্রক্রিয়া সেপ্টেম্বর মাস থেকেই চালু হচ্ছে, এবং নভেম্বরের মধ্যে তোমরা টেবের 10000 টাকা পেয়ে যাবে। তো এই ছিল Good News. আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছো। তোমরা আরো বন্ধুদের জানিয়ে দিও যারা জানতে পারছিল না ট্যাবের টাকা কবে দেবে।
এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারে কারণ ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়।
"ACSBangla.com: পশ্চিমবঙ্গের স্কুল-কলেজের খবর, বৃত্তি, চাকরি সংক্রান্ত আপডেট, মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন। এছাড়াও এখানে পাবেন পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পের খবর, গুরুত্বপূর্ণ তথ্য ও বাংলার সর্বশেষ সংবাদ। ছাত্রছাত্রীদের জন্য উপযোগী সাজেশন ও চাকরিপ্রার্থীদের জন্য নিয়মিত আপডেট সহ আরও অনেক কিছু জানতে ভিজিট করুন ACSBangla.com। পশ্চিমবঙ্গের শিক্ষা, চাকরি ও প্রজেক্ট সংক্রান্ত আপডেট পেতে থাকুন আমাদের সাথে।"
"ACSBangla.com: Get updates on West Bengal school and college news, scholarships, jobs, and exam suggestions for Madhyamik and HS. Also, find information on new projects, important news, and the latest updates from Bengal. Visit ACSBangla.com for student-friendly suggestions and regular updates for job seekers. Stay tuned for updates on education, jobs, and projects in West Bengal."
@EnjoyExam @NewsAcsBangla
Ads Blocker Detected!!!
We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.
অনেক ধন্যবাদ স্যার এই তথ্যটি আমাদেরকে জানানোর জন্য। ❤️
ردحذفthanks for sharing your comment ❤️
حذفট্যাবের টাকা কবে পাবো
ردحذفSeptember e পেতে পারো
حذفGood information
ردحذفthank you for your comment
حذف