ACS BANGLA | এ সি এস বাংলা
YouTube
সব খবরের আপডেট এতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
অতীত লক্ষ্মীর ভান্ডার, ছেলেরাও টাকা পাবে! সরকার দেবে প্রতিমাসে ২৫০০ টাকা , আবেদন করূন এভাবে।

অতীত লক্ষ্মীর ভান্ডার, ছেলেরাও টাকা পাবে! সরকার দেবে প্রতিমাসে ২৫০০ টাকা , আবেদন করূন এভাবে।

Sayan kole
0

অতীত লক্ষ্মীর ভান্ডার, ছেলেরাও টাকা পাবে! সরকার দেবে প্রতিমাসে ২৫০০ টাকা , আবেদন করূন এভাবে।




 
পশ্চিমবঙ্গে মহিলাদের একাউন্টে রাজ্য সরকারি তরফ ( west bengal government ) থেকে প্রতি মাসে যে টাকা দেওয়া হয় । হ্যাঁ ঠিকই ভেবেছো লক্ষীর ভান্ডারে কোথায় বলছি । রাজ্যের কয়েক লক্ষ মহিলাদের ১০০০-১২০০ টাকা করে ভাতা দেওয়া হয় এই প্রকল্পের দরুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতার জন্য এই উদ্যোগ রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ এবং বিদেশেও পেয়েছে সুখ্যাতি । 

লক্ষী ভান্ডার শুরু হয়েছিল ২০২১ সালে ফেব্রুয়ারি মাসে । জেনারেল কাস্টমার মহিলাদের সেই সময় মাসিক ৫০০ টাকা ও এসটি , এসসি , ওবিসিদের ভাতা দেওয়া হতো ১০০০ টাকা । এক বছর পর বাড়ি সেটা হল ১০০০ টাকা সাধারণের জন্য ও সংখ্যালঘুদের ক্ষেত্রে দেওয়া হতো ১২০০ টাকা । পশ্চিমবঙ্গ সরকারের শুধু মহিলাদের জন্যই নয় রাজ্যের যুবকদের জন্য একাধিক প্রকল্প রয়েছে ।
রাজ্য সরকার গরিব মানুষ দের জন্য ৫০ এরও বেশি প্রকল্প রয়েছে যেমন :-সবুজ সাথী , লক্ষী ভান্ডার ,  খাদ্যসাথী , কন্যাশ্রী , রূপসী , যুবশ্রী , কৃষক বন্ধু  ইত্যাদি ‌‌।

এরমধ্যে যুবশ্রী প্রকল্প আছে যুবকদের জন্য যার মাধ্যমে প্রতি মাসে টাকা পাবে রাজ্যের যুবকরা। যুবশ্রী প্রকল্প আবেদনের পদ্ধতি সম্পর্কে জানবো আজ । 
রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্প ( yuvashree scheme )
এই প্রকল্প চালু করা হয়েছিল রাজ্যের বেকার যুবক সমাজের জন্য। নাম নথিভুক্ত করলে এই প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার প্রতি মাসে ভাতা হিসেবে ১৫০০ থেকে ২৫০০ কোরে দিবে। এই প্রকল্পে সূচনা হয়েছিল ২০১৩ সালে, কিছু করতে কর্মযোগী হয়ে উঠতে সাহায্য করার জন্য এই প্রকল্প।

যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য যোগ্যতা ​
  • আবেদনকারীর বয়স উক্ত বছরের ১ লা এপ্রিলে ১৮ বছর হতে হবে 
  • ​যদি কেউ যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে চাও তাহলে তাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে 
  • ​এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত রাখতে হবে যুবশ্রী প্রকল্পের আবেদনের পূর্বে 
  • ​শিক্ষাগত যোগ্যতা নূন্যতম হতে হবে ক্লাস এইট পাশ হতে হবে 
  • ​একই পরিবারের একজনকে এই প্রকল্প সুবিধা দেওয়া হবে পরিবারের দ্বিতীয় যুবককে যুবশ্রী জন্য আবেদন করতে পারবে না ।

কিভাবে যুবশ্রী প্রকল্পে আবেদন করবেন ?

আবেদনের জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে employmentbankwb.gov.in ওখানে ‘ job seeker' ক্লিক করে নতুন এনরোলেমেন্ট বা রেজিস্ট্রেশন করতে হবে। সঠিক তথ্য রেজিস্ট্রেশনের সময় দিতে হবে দরকারি নথি আপলোড করে ফরম ফিলাপ করে নিতে হবে। চেক করে নিতে হবে ফরম ফিলাপ হয়ে যাওয়ার পর এবং তারপর সাবমিট করে দিতে হবে।পিন্ড আউট বের করে নিতে হবে ফরম ফিলাপের পর। আবেদনে ৯০ দিনের পর ওই পিন্ড আউটটি নিকটবর্তী sdo অফিসে জমা করতে হবে।

যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে ?
  1. যে ডকুমেন্টস গুলি প্রয়োজন হবে এ প্রকল্পের আবেদনের জন্য সেগুলি হল নিম্নরুপ :
  2. মাধ্যমিক রেজাল্ট 
  3. মাধ্যমিকের এডমিট কার্ড 
  4. পাসপোর্ট সাইজ ফটো 
  5. আধার কার্ড 
  6. ব্যাংকের পাস বই 
  7. ভোটার কার্ড 
  8. কাস্ট সার্টিফিকেট বৈধ
  9.  মোবাইল নাম্বার


এরকমই প্রতিমুহূর্তে সরকারি প্রকল্প, স্কলারশিপ এবং স্কুল-কলেজের, গুরুত্বপূর্ণ আপডেট এর জন্য এই ওয়েবসাইটের নিচে বামদিকে থাকা টেলিগ্রাম ছবিতে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। দরকারি সব খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆

একটি মন্তব্য পোস্ট করুন (0)
"ACSBangla.com: পশ্চিমবঙ্গের স্কুল-কলেজের খবর, বৃত্তি, চাকরি সংক্রান্ত আপডেট, মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন। এছাড়াও এখানে পাবেন পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পের খবর, গুরুত্বপূর্ণ তথ্য ও বাংলার সর্বশেষ সংবাদ। ছাত্রছাত্রীদের জন্য উপযোগী সাজেশন ও চাকরিপ্রার্থীদের জন্য নিয়মিত আপডেট সহ আরও অনেক কিছু জানতে ভিজিট করুন ACSBangla.com। পশ্চিমবঙ্গের শিক্ষা, চাকরি ও প্রজেক্ট সংক্রান্ত আপডেট পেতে থাকুন আমাদের সাথে।" "ACSBangla.com: Get updates on West Bengal school and college news, scholarships, jobs, and exam suggestions for Madhyamik and HS. Also, find information on new projects, important news, and the latest updates from Bengal. Visit ACSBangla.com for student-friendly suggestions and regular updates for job seekers. Stay tuned for updates on education, jobs, and projects in West Bengal." @EnjoyExam @NewsAcsBangla