ACS BANGLA | এ সি এস বাংলা
YouTube
সব খবরের আপডেট এতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
সুখবর রেজাল্ট বিরাট ঘোষণা | hs result 2023| madhyamik result 2023|hs exam 2023 news today| wbchse

সুখবর রেজাল্ট বিরাট ঘোষণা | hs result 2023| madhyamik result 2023|hs exam 2023 news today| wbchse

0
সুপ্রিয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে ওঠে এলো আরো একটি বিশেষ খবর। Madhymik result 2023, hs result 2023

সুখবর রেজাল্ট বিরাট ঘোষণা | hs result 2023| madhyamik result 2023|hs exam 2023 news today| wbchse



এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে দিবে সেই নিয়ে কি জানা যাচ্ছে । সঠিক খবরে আপডেট আজকের এই ভিডিওতে জানাবো। 
আমরা প্রতিনিয়ত একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকা দের সঙ্গে যোগাযোগ এর মাধ্যমে বিশেষ কিছু আপডেট জানতে পেরেছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি

Highlights: 👉মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মঙ্গলবার?👉  এই বছর ছাত্র ছাত্রীরা প্রচুর নাম্বার পেতে চলেছে। ফেল করলেও পাশ করানো হচ্ছে? 👉এই বছর সবাই ফাস্ট ডিভিশন কারা কারা ফাস্ট ডিভিশন হচ্ছে। এবং👉 এই বছর কম নাম্বার পেলেও পাস করানো হচ্ছে কিভাবে এবং কাদেরকে কম নাম্বার পেলেও পাস করানো হচ্ছে?👉কিভাবে দেখবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মোবাইল ফোনে?

আজকের এই ভিডিওতে জানাচ্ছি তোমাদের যাদের এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে রেখো এবং রেজাল্ট এর পরে বিভিন্ন স্কলারশিপ এর খবর তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে কম নাম্বার পেলেও কোন কোন স্কলারশিপে আবেদন করতে পারবে এই চ্যানেলে মাধ্যমে জানিয়ে দেবো। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন এবং বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করে দিও।

বিভিন্ন সংবাদমাধ্যম শিক্ষক-শিক্ষিকা এবং সুত্র জানা যাচ্ছে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সুখবর প্রচুর ছাত্র ছাত্রী এবছর ফাস্ট ডিভিশনে অর্থাৎ ভালো নাম্বার নিয়ে পাস করতে চলেছে। শিক্ষক শিক্ষিকারা খাতা দেখার অভিজ্ঞতা শেয়ার করেছেন আমাদের সাথে।

 তাদের কথা অনুযায়ী এবছর প্রচুর শিক্ষার্থী তথা ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এ ফার্স্ট ডিভিশন এ পাস করতে চলেছে বেশিরভাগ ছাত্রছাত্রী। এবং তারা জানিয়েছে এ বছর পাশের হার সর্বোচ্চ বিগত বছরগুলি তুলনায় অর্থাৎ এবছর অধিকাংশ ছাত্র ছাত্রী পাস করতে চলেছে।

এবং এই বছর ছাত্র-ছাত্রীদের পাস নাম্বারের থেকে কিছুটা নাম্বার কম পেলেও তাদেরকে পাশ করিয়ে দেওয়া হচ্ছে গ্রেস মার্কস এর মাধ্যমে এবং শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন এবছর গেসমার্ক ও রয়েছে বেশি অর্থাৎ ছাত্র-ছাত্রীদের রয়েছে বিরাট সুখবর রেজাল্ট নিয়ে। অর্থাৎ এবছর কম নাম্বারের কারণে ফেল করলেও পাস করিয়ে দেওয়া হবে গেসমার্কের মাধ্যমে।

এই মুহূর্তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এর খাতা দেখা সম্পূর্ণ শেষ এরপর তৈরি হচ্ছে রেজাল্ট তৈরির কাজ।। কয়েকদিন আগেই মাধ্যমিক এর নাম্বার অনলাইনে যাচাই করা শুরু হয়েছিল যাতে কোন ভুল ভ্রান্তি না থাকে সেই জন্য এ বছর প্রথম অনলাইনে যাচাই করার সিদ্ধান্ত নেয় পর্ষদ যাতে ছাত্রছাত্রীদের নাম্বার কমে না যায় বা নাম্বার বসানোর ক্ষেত্রে কোন ভুলভ্রান্তি না হয়। 

সুখবর রেজাল্ট বিরাট ঘোষণা | hs result 2023| madhyamik result 2023|hs exam 2023 news today| wbchse


👍তাহলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে? সঠিক খবর কি?

বিভিন্ন সংবাদমাধ্যম এবং সূত্র মারফত জানতে পারছি এই বছর অর্থাৎ ২০২৩ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে মঙ্গলবার। অর্থাৎ ১৬ই মে এমনটাই জানা গেছে সূত্র মারফত ১৬ই মে সকাল দশটা থেকে অনলাইনে জানা যাবে রেজাল্ট । এবং উচ্চ মাধ্যমিক এর রেজাল্ট প্রকাশিত হবে মঙ্গলবার অর্থাৎ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হওয়ার এক সপ্তাহ পর অর্থাৎ ২৩ শে মে । 

পর্ষদ এবং সংসদের বেশ কয়েকটি নির্দিষ্ট ওয়েবসাইট এর মাধ্যমে রেজাল্ট দেখা যাবে নিজেদের মোবাইল ফোনে। 

মাধ্যমিক উচ্চমাধ্যমিক রেজাল্ট কিভাবে মোবাইল ফোনে দেখবে?
প্রথমেই বলে রাখি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য তোমাদের হাতের কাছে থাকতে হবে একটি মোবাইল ফোন ইন্টারনেট কানেকশন এবং এডমিট কার্ড।

যদি এই তিনটি তোমাদের হাতের কাছে থাকে তাহলে তোমরা দেখতে পারবে তোমাদের মোবাইল ফোন থেকে সম্পূর্ণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট। 

তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য সবচেয়ে বড় সমস্যা হলো সার্ভার এর সমস্যা যেহেতু একসঙ্গে অনেক ছাত্রছাত্রী একই সময়ে  রেজাল্ট দেখে তাই সার্ভার এর সমস্যা দেখা দেয়। 

কিভাবে রেজাল্ট দেখবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো।👇👇

সুখবর রেজাল্ট বিরাট ঘোষণা | hs result 2023| madhyamik result 2023|hs exam 2023 news today| wbchse


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆

একটি মন্তব্য পোস্ট করুন (0)
"ACSBangla.com: পশ্চিমবঙ্গের স্কুল-কলেজের খবর, বৃত্তি, চাকরি সংক্রান্ত আপডেট, মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন। এছাড়াও এখানে পাবেন পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পের খবর, গুরুত্বপূর্ণ তথ্য ও বাংলার সর্বশেষ সংবাদ। ছাত্রছাত্রীদের জন্য উপযোগী সাজেশন ও চাকরিপ্রার্থীদের জন্য নিয়মিত আপডেট সহ আরও অনেক কিছু জানতে ভিজিট করুন ACSBangla.com। পশ্চিমবঙ্গের শিক্ষা, চাকরি ও প্রজেক্ট সংক্রান্ত আপডেট পেতে থাকুন আমাদের সাথে।" "ACSBangla.com: Get updates on West Bengal school and college news, scholarships, jobs, and exam suggestions for Madhyamik and HS. Also, find information on new projects, important news, and the latest updates from Bengal. Visit ACSBangla.com for student-friendly suggestions and regular updates for job seekers. Stay tuned for updates on education, jobs, and projects in West Bengal." @EnjoyExam @NewsAcsBangla