মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রেজাল্ট, 2023: এবছর সকলেই পাস, ফেল করলেও পাস করবে অনেক ছাত্র-ছাত্রী: Madhyamik result and Hs result 2023:
Highlights: এবছর ফেল করলেও পাস
মাধ্যমিকের রেজাল্ট কবে
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে
এবছর কাদেরকে পাস করিয়ে দেওয়া হচ্ছে
কাদেরকে ফেল করানো হবে? সূত্র মারফত কি জানা যাচ্ছে?
মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা শেষ, চলছে তার পরের পর্যায়ের কাজ। মে মাসের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে। এবং উচ্চ মাধ্যমিকের ও খাতা দেখা প্রায় শেষ, মে মাসের শেষে উচ্চ মাধ্যমিকেরও ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
সে ক্ষেত্রে গোপন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে, অর্থাৎ পাশের হার খুবই বেশি হতে পারে।
Madhyamik and Hs result 2023
কিন্তু কারা ফেল করলেও পাস করবে?
কিন্তু যেটা গোপন সূত্র জানা যাচ্ছে যে, মাধ্যমিকে খাতা দেখার প্রক্রিয়াপ্রায় শেষ এবং রেজাল্ট তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। অনেক পরীক্ষার্থী ফেল করলেও তাদেরকে পাশ করানো হবে। এবং পাশের হার আরো বাড়তে পারে।
এই ক্ষেত্রে যেসব পরীক্ষার্থী মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফেল করবে তাদের গ্রেস মার্কসের মাধ্যমে পাশ করিয়ে দেয়া হবে। এবং এবছর আরো বাড়বে গ্রেস নম্বর
মাধ্যমিক পরীক্ষায় পাস করতে হলে 15 নম্বর পেতে হবে লেখা পরীক্ষায়। যারা 15 এর কম পাবে তাদের গ্রেস মার্কস দিয়ে পাস করানো হবে।
উদাহরণ হিসেবে বলা যেতে পারে কোন পরীক্ষার্থী পরীক্ষায় ১২ কিংবা ১৩ পেল লিখিত পরীক্ষায় তাহলে তাকেও এবার গ্রেস মাস দিয়ে পাস করিয়ে দেওয়া হবে।
অর্থাৎ এবছর সকলেই গ্রেস মাস্ক বেশি পেতে চলেছে এমনটাই সূত্রের খবর। যে সকল ছাত্র-ছাত্রী পাবে পাস নাম্বার এর থেকে কিছুটা নাম্বার কম পাবে তাদের 3 থেকে 4 নম্বর গ্রেস মার্কস দিয়ে পাস করানো হবে।
যে সকল ছাত্র-ছাত্রী পরীক্ষার খাতায় একেবারেই কিছু লিখে আসেনি বা সাদা খাতা জমা দিয়েছে, তারাই শুধুমাত্র ফেল করবে। বাকি সবাইকে গ্রেস মার্কস দিয়ে পাস করানো হবে ্।
Madhyamik and Hs result 2023
এবার আসি উচ্চমাধ্যমিকে কি হবে?
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও তাই, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হলে 24 নম্বর পেতে হয়। যার মধ্যে লেখা পরীক্ষায় 24 এবং পেতে হবে । তবে পাশ করবে। যে সকল ছাত্র-ছাত্রী লেখা পরীক্ষায় পাস নাম্বার এর থেকে কিছুটা কম পাবে এর গ্রেস মাধ্যমে পাস করানো হবে। তাদের কিছুগ্রেস মার্কসদিয়ে পাস করিয়ে দেওয়া হয়। উচ্চ মাধ্যমিকের খাতা দেখার কাজ প্রায় শেষ। সেই ক্ষেত্রে মে মাসে শেষের দিকেই ফলাফল প্রকাশ হতে পারে।
অর্থাৎ উচ্চ মাধ্যমিক লিখিত পরীক্ষায় তোমরা যারা করে একুশ বাইশ পেয়েছ বা পাব বলে ভাবছো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো তোমরা এ বছর সকলেই পাশ করবে।
Madhyamik and Hs result 2023
অর্থাৎ, চিন্তার কোন কারণ নেই। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সকলেই পাশ করবে। যারা কিছু নম্বর কম পাবে তাদের গ্রেস মার্ক দিয়ে পাস করানো হবে। আর যারা পরীক্ষার খাতায় কিছুই লিখে আসেনি , সাদা খাতা জমা দিয়েছে ,তাদের গ্রেস মার্কস দিয়ে পাশ করানো হবে না।
অর্থাৎ পাশ করানো সম্ভব নয় যে সমস্ত খাতা তাদেরকে ফেল করানো হবে।।
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে?
এবং সংসদ সূত্রের খবর মে মাসেই রেজাল্ট দেয়া হবে তবে মাধ্যমিকের ক্ষেত্রে দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহের মধ্যেই এবং উচ্চমাধ্যমিকের তৃতীয় সপ্তাহের মধ্যেই দেওয়া হবে রেজাল্ট যদিও নির্দিষ্ট করে মে মাসের কত তারিখে রেজাল্ট দেয়া হবে এখনো জানা যায়নি এই সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ খবরের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।
সুতরাং,যে সকল ছাত্র-ছাত্রী পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে আসোনি, তাদের চিন্তার কোন কারণ নেই। তাদের সকলকেই পাশ করানো হবে।
Madhyamik and Hs result 2023
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆