রাজ্যের ফের লকডাউন !আবারো বাতিল হবে মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং কলেজের পরীক্ষা।
নিজস্ব সংবাদদাতা: রাজ্যের ফের লকডাউন !আবারো বাতিল হবে মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং কলেজের পরীক্ষা।
এই নিয়ে ইউটিউবে একের পর এক ভিডিও নোটিফিকেশন আসছে আর তোমরা যদিও বা একটুও পড়তে তোমাদের মন আর পড়তে চাইছে না এই ভিডিওগুলো দেখে।
কারন তোমরা অনেকেই মনে করেছ সত্যিই তোমাদের মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং কলেজের পরীক্ষা অনলাইনে হবে অথবা বাতিল হতে পারে।
এই কথাটা কতটা সত্য এবং এর কি আদৌ কোন প্রাসঙ্গিকতা আছে? সত্যিই কি বন্ধ হয়ে যাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফের কি কলেজে পরীক্ষা অনলাইনেই হবে?
আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য সহ তুলে ধরব এই বিষয়গুলি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো।
অনেক ইউটিউব ভিডিওতে দাবি করা হয়েছে যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ও কলেজে পরীক্ষা অনলাইনে হবে বাতিল করার পথে। অনেক ইউটিউব চ্যানেল বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিডিও ক্লিপ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। ছোট ছোট ভিডিও ক্লিপ এর দ্বারা আসলে ই তোমাদেরকে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা হচ্ছে। যাতে তোমাদের পড়াশোনা মনোযোগ নষ্ট হচ্ছে।
🔴কিন্তু নবান্ন | সরকার কি বলছে?
নবান্ন বৈঠকে সূত্রের খবর জানুয়ারি মাসের আগামী ৪০ দিন সতর্ক থাকতে বলা হয়েছে কারণ বিশেষজ্ঞরা দাবি করছে যে এই ৪০ দিনের মধ্যেই করো না বাড়তে পারে যদিও এর উল্টোটাও হতে পারে। কিছুটা করোনা বাড়লে নাইট কারফিউম জারি করা হতে পারে যেটা সম্পূর্ণ সময়ের ব্যাপার।
তবে নবান্ন সূত্রে বা সরকারি সূত্রে এমন কোন খবর নেই যে স্কুল বন্ধ হবে বা লকডাউন হবে অথবা মাধ্যমিক উচ্চমাধ্যমিক বাতিলের পথে এরকম কোন নির্দেশিকা সরকারের তরফে জারি করা হয়নি।
এদিকে বিভিন্ন বিশেষকের মত করোনার পরবর্তী ঢেউ যদিও আসে ভারত এক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী পর্যায়ে রয়েছে কারণ আগে থেকেই বহু মানুষ অর্থাৎ অধিকাংশ মানুষই টিকা নিয়েছে ফের টিকা বাজারে এসেছে। তাই লকডাউন হলেও ততটা প্রভাব ফেলতে পারবে না ভারতে। এবং অধিকাংশ বিশেষজ্ঞের দাবি লকডাউন কোনমতেই এর সমাধান নয় কারণ এতে সাধারণ মানুষের এবং দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হতে পারে।
এবার আসি স্কুল বন্ধের কথায়
আমাদের চ্যানেলটিকে সকালে একটি ভিডিও দেয়া হয়েছিল যে স্কুল বন্ধ হচ্ছে হ্যাঁ এটা একদম সঠিক খবর । দিল্লিতে স্কুল বন্ধ করা নির্দেশ দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি রাজ্যে স্কুল সাময়িকভাবে 10 থেকে 15 দিনের মতন ছুটি দেওয়া হয়েছে শীতের কারণে।
তবে পশ্চিমবঙ্গে স্কুল ছুটি বা পরীক্ষা বাতিল হওয়ার এই নিয়ে কোন আপডেট এখনো আসেনি। তাই তোমাদের উচিত তোমরা মাধ্যমিক একাদশ উচ্চ মাধ্যমিক এবং কলেজের ছাত্রছাত্রীরা তোমাদের পড়াশোনায় মনোযোগ দাও ভালো করে প্র্যাকটিস করো।
কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং কলেজের পরীক্ষাগুলি তোমাদের ভবিষ্যতের নির্ধারক হবে অর্থাৎ কোন বিষয়ে পড়বে সমস্ত সুযোগ-সুবিধা তোমাদের পরীক্ষার নম্বর এর উপর নির্ভর করে।
আর পরবর্তীকালে যদিও লকডাউন হয় তোমাদের পরীক্ষা অফলাইনেই হবে। কারণ মাধ্যমিককে তোমরা সঠিকভাবে পড়াশোনা করতে পারোনি এবং পরীক্ষা দিতেও পারোনি তাই উচ্চমাধ্যমিক পরীক্ষাটা তোমাদের যেন ভালো হয়।
আর পরবর্তীকালে যদিও লকডাউন হয় তোমাদের পরীক্ষা অফলাইনেই হবে। কারণ মাধ্যমিককে তোমরা সঠিকভাবে পড়াশোনা করতে পারোনি এবং পরীক্ষা দিতেও পারোনি তাই উচ্চমাধ্যমিক পরীক্ষাটা তোমাদের যেন ভালো হয়।
সেই ভাবে পড়াশুনা করো। যদি তোমাদের সঠিক প্রস্তুতি নেওয়া থাকে লকডাউন হলেও কোন ক্ষতি হবে না কারণ পড়াশোনা বেশি করলে তো কোন ক্ষতি নেই।
কিন্তু এখন থেকে যদি পড়াশোনা না কর এবং পরবর্তীতে লকডাউন না হলে তোমাদের রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে।
কিন্তু এখন থেকে যদি পড়াশোনা না কর এবং পরবর্তীতে লকডাউন না হলে তোমাদের রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে।
তাই যাই হয়ে যাক না কেন তোমরা পড়া কখনো থামাবে না। পড়া চালিয়ে যাও।
তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল
ENJOY EXAM 👍
News Acs বাংলা 👍
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆