তোমরা যদি জেনারেল/ এসসি/ এসটি/ ওবিসি যেকোনো ছাত্রছাত্রী সংখ্যালঘু যে কোন ছাত্র-ছাত্রী তোমরা আবেদন করতে পারবে। এবং পারিবারিক বার্ষিক ইনকাম হতে হবে পাঁচ লক্ষ টাকার মধ্যে।Vidyasaarathi Scholarship 2022-23
🛑স্কলারশিপ এর নাম 🛑বিদ্যাসারথি স্কলারশিপ
এটি একটি বেসরকারি স্কলারশিপ বেসরকারি সংস্থা থেকে এই স্কলারশিপের টাকা সরাসরি ছাত্র-ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হয়।
🛑এখন প্রশ্ন হল তোমরা যদি আমরা যদি কোন সরকারি স্কলারশিপ করো তাহলে এই স্কলারশিপে আবেদন করতে পারবে কিনা ?
👉অবশ্যই করতে পারবে তোমরা যদি যেকোনো সরকারি স্কলারশিপে আবেদন করো এই স্কলারশিপে আবেদন করতে পারবে যেহেতু এটি একটি বেসরকারি স্কলারশিপ ।
🛑এই স্কলারশিপ দশম শ্রেণী পাস করার পর থেকে শুরু করে স্নাতকোত্তর স্তর পর্যন্ত যেকোনো কোর্স করে থাকলেই তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং স্কলারশিপ এপ্রুভ হলে ই তোমরা এখানে এক লাখ টাকা পর্যন্ত কোর্স অনুযায়ী স্কলারশিপ পেয়ে যেতে পারো।
🛑এরপর আমরা জেনে নেব প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কি কি রয়েছে?
আমরা আগেই বলেছি সকলেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে যারা দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছো এরপর থেকে তোমরা এই স্কলারশিপের আবেদন করতে পারবে।Vidyasaarathi Scholarship 2022-23
দশম শ্রেণী, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী ,স্নাতক (B.A/B.Sc/ B.Com/ B.E/vB.Tech ইত্যাদি), স্নাতকোত্তর(M.A/M.Sc/ M.E/ M.Tech ইত্যাদি)
কোর্স করে থাকলে তোমরা এই স্কলারশিপের আবেদন করতে পারবে।
🛑 আমরা জেনে নেব এই স্কলারশিপে আবেদন করতে গেলে কি কি কাগজপত্র তোমাদের রেডি করে রাখতে হবে?
🛑) আবেদনকারীর আগের পরীক্ষার মার্কশীট।
🛑) পাসপোর্ট সাইজ ছবি।
🛑) সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড/ ভোটার কার্ড/ প্যান কার্ড/ রেশন কার্ড ইত্যাদির যেকোনো একটি)।
🛑) ঠিকানার প্রমাণপত্র (রেশন কার্ড/ আধার কার্ড/ ভোটার কার্ড ইত্যাদির মধ্যে যেকোনো একটি)।
🛑) ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার স্ক্যান কপি।
🛑) শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রিসিপ্ট কপি।
🛑) পঠনরত শিক্ষা প্রতিষ্ঠানের Fees Structure-এর নথি।
এই সমস্ত কাগজপত্র যদি তোমাদের রেডি থাকে তাহলে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে।Vidyasaarathi Scholarship 2022-23
🛑এরপর আমরা জেনে নেব এই স্কলারশিপে আবেদন করার জন্য পারিবারিক বার্ষিক আয় কত হতে হবে
আবে আবেদন করার জন্য পারিবারিক বার্ষিক আইন 5 লক্ষ টাকা অথবা তার নিচে হতে হবে
🛑এরপর আমরা জেনে নেব কিভাবে আবেদন করবে?
আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে মোবাইল বা ডেস্কটপ থেকে www.vidyasaarathi.co.in ওয়েবসাইট ওপেন করতে হবে।
এরপর Apply for scholarship এই বাটনে ক্লিক করতে হবে। এরপরে নাম মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে। তারপর search for scholarship এই অপশন এ ক্লিক করে তোমরা প্রয়োজন মত স্কলারশিপে আবেদন করতে পারবে।
পরবর্তীকালে তোমরা এই স্কলারশিপের টাকা পেয়েছ কিনা তার স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস অ্যাপ্রভ হয়ে গেলে কিছুদিনের মধ্যেই তোমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে।
আশা করি এই তথ্যটি তোমাদের জন্য হেল্পফুল হবে এবং বন্ধুদেরকে অবশ্যই এই তথ্যটি জানিয়ে দিও তার জন্য বন্ধুদেরকে এই ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করে দিও। এবং তোমাদের কোন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো।Vidyasaarathi Scholarship 2022-23
একটুও উপকারে আসে তাহলে তোমাদের বন্ধুদের কে অবশ্যই এটি শেয়ার করে দেবে ।
আমাদের নিয়মিত শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো কারণ সমস্ত খবর আগে টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয়।
🛑 টেলিগ্রাম চ্যানেলের লিংক: https://t.me/EnjoyExam
🛑আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব
করুন: https://youtube.com/EnjoyExam
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆