বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তোমরা যদি এই স্কলারশিপ টি করে থাকো তাহলে কি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এক্ষুনি দেখে নাও। আজকের সবকিছু আপডেট জানব এই প্রতিবেদনের মাধ্যমে।
অনেকের স্কলারশিপ Approved হয়ে পড়ে আছে। তারা চিন্তিত হয়ে আছে যে তাদের কলারশিপ কবে Sanctioned হবে। তারা কি আদেও এই স্কলারশিপের টাকা পাবে? দেখুন কি বলছে
ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ ২১ শে জুলাই থেকে অনেক ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের আবেদন Approved থেকে Sanctioned করে দেওয়া শুরু হয়ে গেছে। আশা করি আপনাদেরও Approved থেকে Sanctioned করে দেওয়া হবে। যদিও আপনাদের মনে কোন সংশয় থাকে তাহলে আপনারা একবার চেক করে দেখে নিতে পারেন। এই এই প্রক্রিয়াটি এখনো কয়েক দিন চলবে।
এবার আপনাদের মনে যেই প্রশ্নটা রয়ে যাচ্ছে তা হলো এই আবেদনটি Sanctioned হয়ে যাবার পর কবে টাকা পাবো। সম্ভবত, Sanctioned হয়ে যাবার পর ১৫-২০ দিনের মধ্যে
টাকা ঢুকতে শুরু করবে।
আপনি কিভাবে বুঝবেন আপনার ব্যাংকে টাকা ঢুকেছে, সর্বপ্রথম আপনার ব্যাংকে টাকা ঢোকার আগে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে যেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পক্ষ থেকে আসবে। তারপর ৪৮ ঘণ্টার মধ্যে আপনার টাকা ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন। এরপরেও যদি আপনি কোন টাকা না পান তাহলে কিছুদিন অপেক্ষা করবেন আপনি ঠিক পেয়ে যাবেন।
এরকম গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন তথ্য ও সবার আগে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও।
Written by Raja Paramanik.
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆