সকল স্টুডেন্টদের জন্য একটি দারুণ সুখবর। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্যাজুয়েশন পাস থাকলেই এই স্কলারশিপ টি আবেদন করতে পারবে সকল ছাত্র-ছাত্রী। যে সকল ছাত্র-ছাত্রী রা স্কুল কলেজ পাশ করে অন্য কোর্সে ভর্তি হয়েছেন তারা এই কলারশিপ আবেদন করতে পারবেন। এই কলারশিপ কিভাবে আবেদন করবেন তা বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
national scholarship apply online
যোগ্যতা- মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা এই কলারশিপ আবেদন করতে পারবেন। এবং তার সঙ্গেও উচ্চমাধ্যমিক ,গ্রাজুয়েশন, ITI,B.Com,B .Tech, BSC,Medical পাস করা ছাত্রছাত্রীরা এটি আবেদন করতে পারবে।
national scholarship apply online
আবেদন পদ্ধতি-এই কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এই কলারশিপ টি অনলাইনে গিয়ে করতে হবে। আবেদন করার সময় ছাত্র-ছাত্রী মেল আইডি ও মোবাইল নাম্বার থাকা আবশ্যক।
আবেদন করার শেষ তারিখ-এই আবেদনটি এখনও অফিসিয়াল ভাবে কোন তারিখ উল্লেখ করেনি। তাই আবেদনটি যতদিন চলবে ততদিনই করতে পারবেন।
আবশ্যিক যোগ্যতা- আবেদনকারী জেনারেল ,OBC,SC, হলেও আবেদন করতে পারবে।
টাকার পরিমান-আবেদনকারীরা সর্বনিম্ন ১০০০০ টাকা করে পেতে পারে।
national scholarship apply online
প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) শেষ পরীক্ষার মার্কশীট।
২) আধার কার্ড।
৩) জন্মপত্র (বয়সের প্রমাণ)।
৪) ব্যাংক একাউন্টের জেরক্স।
৫) ইনকাম সার্টিফিকেট।
৬) কাস্ট সার্টিফিকেট।
৭) স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট।
৮) ২ কপি পাসপোর্ট ফটো।
৯) স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তির রশিদ।
Ok
উত্তরমুছুনThank you sir
মুছুনplease tell me How can I help you
মুছুনthank you for your comment ❤️
উত্তরমুছুন